শ্রাবণ অবলুপ্ত শৈশবকে দাঁড় করায়
আমার আদালতের কাঠগড়ায়।
জানালায় এসে হাসে
ছিটেফোঁটা বিশ্বাসে।
শ্রাবণ মেঘবৃষ্টির যুগলবন্দীর
এক আশ্চর্য মন্দির
তাই সে প্রেমের আরাধ্য
উন্মাদনায় বাধ্য।
দূর থেকে তোমার গায়ে হাত রাখি
এ কঠোর হাতে শিহরণ ওঠেনা,
মেঘের চিন্তাসূত্র ছিন্নে ক্রমাগত হুঙ্কার
পাশাপাশি গাছেদের বিপন্নতা।
জানি এ হাওয়া দূর থেকে ছুটে আসা
শৈশবের হাওয়া,
উন্মাদ হইনা,
জানি দুঃখ সরলরেখায় চলা আপরাধী।