শহরে তো ভীষণ আলো
বিকেল হতে না হতেই
জ্বলে ওঠে পথবাতি।
দিন এখানে দিন নয়
রাত এখানে রাত নয়
কে জানে ছুটতে ছুটতে এ শহর থামবে কোথায়।
সভ্যতার একমাত্র চিহ্ন ঐ পথবাতি,
আর যেখানে এসে থেমেছে
ঐ Street Light-এর সার
সেখানেই অন্ধকার।
দিনের সব আলো মুছে গেলে
মানুষ আরো সভ্য হতে চায়।
টিকিটের পর টিকিট কেটে
রোজকার শহরকে দেখে
হ্যালোজেনের তলায় দাঁড়ায়ে বলে
দেখো আমি সভ্য-
আমি শহুরে!