সারারাত ধরে ডেকে গেছে টিটি পাখি,
সকাল হতে তখোনো অনেক বাকি।
কেউ এসেছিল? দরজায় কড়া নেড়ে?
ঠায় বসেছিল উঠোনেতে হাঁটু গেড়ে?
ঘুমের শিকল ভাঙতে পারিনি বলে
কেউ ফিরে গেছে না জানিয়ে না বলে।
কতো কেউই এসে আলগোছে মেলেমেশে,
অযাচিত মুখ অনাবশ্যক হেসে-
স্তুতিগান ধরে বিলাবলে ভর করে
সময়ের বালি ভেসে যায় জলতোড়ে।
নব দিবাকর আকাশ করেছে রাঙা;
ফিরে আসবার ব্রিজের খিলান ভাঙা।
চোখে শূন্যতা বুকে বেনোজল বাড়ে;
কেউ এসেছিল, ফিরে গেছে চুপিসারে।
এমনি করেই ফিরে যায় অপেক্ষারা?
কেউই দাঁড়ায়নি সকলের আজ তাড়া।
সব পাওয়াদের মিছিলে আজ ওকে দেখি
ঠোঁটের কোণের হাসিটাও বুঝি মেকী!
গড়ে নেওয়া সব, ভাবনা তো একরোখা।
খেয়ে গেছে শুধু হৃদয়টা ঘুণপোকা।