ঝড়কে সবাই চিনি, শেষ করে বিকিকিনি
বৃষ্টিজল করুক আলিঙ্গন।
রোজ কবিতার ফাঁকে, ভাঙাদিন পিছু ডাকে-
ভাঙা প্রেম, কিছু আলাপন।
অদেখা আদর জানে, ঐ অদূরের পানে
ডুরে শাড়ি পাড়খানি লাল।
পুরুষালি গড়িমসি, লুক্কায়িত স্মিত হাসি,
মাঝখানে অনেক আড়াল।
দু’চার পঙক্তি থাক, ফাগুন আগুন লাগাক;
শেষ কি শুধুই একপেশে?
সুরের ঊর্মি জানে, দু’চারটি ভুল তানে
প্রেমের নৌকো গেছে ভেসে।
সবাই সবার মতো, হেঁটে যাওয়া অবিরত;
তবু বারবার ফিরে দেখা।
সীমান্ত হেঁটে চলে, সময়ের করতলে
শুধু বেড়ে চলে আয়ু-রেখা।