আসরের একটি কবিতা ও তার ভালোমন্দঃ ৩
ডঃ সুজিতকুমার বিশ্বাস
----------------------------------------------------------------------------
কবিতার নামঃ এ এক অন্য সাগর
কবির নামঃ অজিতকুমার কর
কবিতা প্রকাশের তারিখঃ ১৯/০৫/২০১৯
কবি এই আসরে আছেনঃ ৩ বছর ৫ মাস
কবির প্রকাশিত কবিতার সংখ্যাঃ ১০৭১টি
কবিতাটি এখানে বেছে নেবার কারণঃ ‘গত সপ্তাহের ১০টি কবিতা’ য় কবিতাটি স্থান পেয়েছে।
-------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
এ সাগরে জল পাবে না বিদ্যাতে ভরপুর
কোমলবৃত্তি অনেক আছে দয়ার সমুদ্দুর।
এ সাগরে শৌর্য আছে বীর্যও কম নয়
যোগ্য জবাব দিতে তিনি সর্বদা নির্ভয়।
এ সাগরে আগুন আছে কলুষ করে নাশ
সমাজটাকে ভালো করার চিন্তা বারোমাস।
এ সাগরে হৃদয় আছে দানের দিকে মন
যথা সাধ্য অর্থ দিয়ে দুঃখ নিরসন।
এ সাগরে আলস্য নাই দিবারাত্র কাজ
দেশে তৈরি কাপড় জুতো কেবল অঙ্গসাজ।
বালবিধবার দুখমোচনে চেষ্টা নিরন্তর
দুর্বিষহ জীবন দেখে ব্যথিত অন্তর।
এমন মানুষ যায় না দেখা ভগবতীর দান
এ সাগরের স্বচ্ছ জলে অবগাহন স্নান।
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর পথপ্রদর্শক
প্রাতঃস্মরণীয় ইনি আদর্শ শিক্ষক।
শ্রীচরণে জানাই প্রণাম দিয়ে শ্বেত কমল
দুশো বছর পূর্তিতেও দীপ্তি সমুজ্জ্বল।
---------------------------------------------------------------------------
১) কবিতার কাব্যিকতা
কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। রূপকের আড়ালে এক সুন্দর নিবেদন।
---------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
এ সাগরে /জল পাবে না/ বিদ্যাতে ভর/পুর =৪/৪/৪/১
কোমলবৃত্তি/ অনেক আছে/ দয়ার সমুদ/দুর।=৪/৪/৪/১
এ সাগরে/ শৌর্য আছে/ বীর্যও কম/ নয় =৪/৪/৩/১
যোগ্য জবাব/ দিতে তিনি/ সর্বদা নির/ভয়।=৪/৪/৪/১
এ সাগরে /আগুন আছে /কলুষ করে/ নাশ =৪/৪/৪/১
সমাজটাকে/ ভালো করার /চিন্তা বারো/মাস।=৪/৪/৪/১
এ সাগরে/ হৃদয় আছে/ দানের দিকে /মন =৪/৪/৪/১
যথাসাধ্য/ অর্থ দিয়ে/ দুঃখ নির/সন।=৪/৪/৪/১
এ সাগরে /আলস্য নাই/ দিবারাত্র/ কাজ =৪/৪/৪/১
দেশে তৈরি/ কাপড় জুতো/ কেবল অঙ্গ/সাজ।=৪/৪/৪/১
বালবিধবার /দুখমোচনে /চেষ্টা নিরন/তর =৫/৪/৪/১
দুর্বিষহ/ জীবন দেখে/ ব্যথিত অন/তর।=৪/৪/৪/১
এমন মানুষ/ যায় না দেখা/ ভগবতীর/ দান=৪/৪/৪/১
এ সাগরের/ স্বচ্ছ জলে/ অবগাহন /স্নান।=৪/৪/৪/১
ঈশ্বরচন্দ্র /বিদ্যাসাগর/ পথপ্রদর/শক=৪/৪/৪/১
প্রাতঃস্মর/ণীয় ইনি /আদর্শ শিক/খক।=৪/৪/৪/১
শ্রীচরণে/ জানাই প্রণাম/ দিয়ে শ্বেত ক/মল=৪/৪/৪/১
দুশো বছর/ পূর্তিতেও/ দীপ্তি সমুজ/জল।=৪/৩/৪/১
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দ লিপিকরণঃ
ক) ছন্দরীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব- ৪/৪/৪/১ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক- ৫ টি
চ) মিল- পদান্তিক।
ছ) পঙক্তি – ১৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক।
জ) লয় - দ্রুত।
ঝ) বিশেষত্ব- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে কেন্দ্র করে লেখা।
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- খুব ভালো।
---------------------------------------------------------------------------
৪) কবিতার সাত-সতেরোঃ
ক) বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি/প্রকৃতি-মানবতাবাদী।
গ) কবিতার আবৃত্তি পাঠ- যথার্থ ও সুন্দর।
ঘ) কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
ঙ) লেখার কাঠামো- পয়ার
চ) প্রকাশ ভঙ্গি ও প্রকাশের ধারা- খুব ভালো।
ছ) ভাষা ব্যবহার রীতি- সুন্দর।
জ) কবিতার সৌন্দর্য- খুব ভালো।
ঝ) অভিনব রচনার তাগিদ- উপলব্ধ।
ঞ) কবিতার শিরোনাম -যথার্থ।
-----------------------------------------------------------------------------
৫) কবিতায় ব্যাকরণ প্রয়োগ
ক) কবিতার ভাষাগত কাঠামো- ঠিক আছে।
খ) অন্ত্যমিল- যথার্থ।
গ) ছেদ যতি- ঠিক আছে।
ঘ) অলঙ্কার- ভালো।
ঙ) বানান- ঠিক আছে।
চ) ক্রিয়ার কাল- শুদ্ধ
ছ) ভাষার পদক্রম- মানানসই
জ) ক্রিয়াপদের ব্যবহার- সতর্ক
ঝ) বাক্যের আকার- সাধারণ
ঞ) সমাস বদ্ধ পদ- ঠিকঠাক
----------------------------------------------------------------------------
৬) কবিতার মূল বিষয়বস্তু- (কবিতার উপজীব্য)ও প্রয়োজনীয় আভিধানিক অর্থ/টীকা
কবিতার মূল চরিত্র ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। কবি নানা উপমার সাহায্যে কবি জীবন নিয়ে আলোচনা করেছেন। বিদ্যাসাগর হলেন বিদ্যাতে ভরপুর কোমলবৃত্তি সম্পন্ন দয়ার সমুদ্দুর। কবি সেই শ্রীচরণে প্রণাম দিতে চেয়েছেন।
---------------------------------------------------------------------------
৭) কবিতায় প্রাপ্ত মন্তব্য ও কবির উত্তর
ক) কবিতার প্রশংসামূলক- ৪
খ) কবিতার ব্যাখ্যামূলক ০
গ) দুর্বলতা/ সংশোধনমূলক- ১
ঘ) সাধারণ ০
ঙ) অন্যান্য ০
চ) কবির উত্তর ০ (উত্তর দেননি)
---------------------------------------------------------------------------
৮) কবিতার সার্বিক মান- (কবিতাটি আমার চোখে)।
ক) কবিতার পূর্ব প্রস্তুতি আছে বলে মনে হয়।
খ) সুন্দর রুচি গঠনের পরিচয় বহন করে।
গ) মাননিক দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া যায়।
ঘ) মৌলিকত্ব অর্জন
ঙ) কল্পনা ও অনুভূতির সমন্বয়
চ) ছন্দ সুর আবেগের কারুকাজ
ছ) ভাষা ব্যবহারে রীতির অনুসরণ
জ) দুরূহ হলেও দুর্বোধ্য নয়
ঝ) শব্দের সহযোগ লক্ষণীয়
ঞ) জীবনবোধ যুক্ত রচনাশৈলী
---------------------------------------------------------------------------
৯) উৎকর্ষতা / দুর্বলতা (পোস্ট মর্টেম)
ক) কবিতাটি ছন্দ মেনে লেখা।
খ) শব্দচয়ন ভালো
গ) উপমা চিত্র কল্পের ব্যবহার
ঘ) শব্দের সৌন্দর্য সৃষ্টি
ঙ) কাব্যব্যঞ্জনা প্রকাশ
চ) অপর প্রখ্যাত কবির রচনার সাথে সামঞ্জস্যঃ নেই।
ছ) আসরের নিয়ম অনুযায়ী কবিতার বিষয়ঃ ঠিক আছে।
জ) নিজের মনের আনন্দ প্রকাশ
ঝ) শব্দে ও বাক্যাংশে সূক্ষ্ম কারুকাজের প্রয়োজন
ঞ) সক্রিয় অধ্যাবসায়ের সায়ের প্রয়োগ।
----------------------------------------------------------------------------
১০) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।