স্বপ্নসেতু কোন জমিতে আজ বেঁধেছ ঘর
সেদিন বুঝি আমরা ছিলাম কতই পরস্পর
তোমার ঘরে আমরা দুজন বইয়ের টেবিল পাতা
মনে মনে চলত কথা সামনে ভূগোল খাতা।
তোমার বাড়ি সেদিন এল নতুন টেলিফোন
দিনে রাতে কতই কথা নেইতো প্রয়োজন
সেই মাসেতে ফোনের বিল এল হাজার টাকা
বাড়ির পথে রঙিন ধুলো চাঁদটি ছিল বাঁকা।
তুমি আমার স্বপ্নসেতু লিখিয়েছিলে চিঠি
শীতের রাতে কাঁপছি ভীষণ তবু লিখছি ঠিকই
তুমি দিলে গোপন কথা আলনা দেওয়াল পাশে
সেদিন তুমি মুখ তুলেছ কেউ না কাছে আসে।