সময় প্রচুর ভাবনাও বেশি
কবিতা আসছে তাই
তাই বুঝি আজ লিখতে কবিতা
এখন নিষেধ নাই।
কেউ কেউ বুঝি কষ্টে আকুল
কবিতা লিখতে মানা
চোখের জলেতে সময় নীরব
কবিতায় সামিয়ানা।
ব্যথা অনুভব ঘরে বাইরেতে
নেই বুঝি আজ সুখ
কবিতা আসছে নতুন চিন্তা
সাথে আজ ফেসবুক।
আগুন লাগলে সবুজ গাছেতে
কেউ বুঝি জল দেবে
আগামী দিনের ইতিহাস কথা
কবি শুধু লিখে নেবে।