এই সাইটের একটি ভালো দিক হল ASOR RSS
কবিতা আসরের পাতায় "আসরে কবিতা প্রকাশ করুন" এর ঠিক বা পাশে, আলোচনার পাতায় "নতুন লেখা প্রকাশ করুন" এর ঠিক বা পাশে; অথবা কোনো কবির কবিতার পাতায় গেলে উপরে ডানদিকে এই ASOR RSS চিহ্নটি থাকে। একটি হলুদ রঙের বোতামের মতো। যার মধ্যে তিনটি দাগ আছে। এর সুবিধা হল- একসাথে ১০০ টি কবিতা বা ১০০ টি আলোচনা পাঠ করা যায়। অথবা একসাথে নিজের ১০০ টি কবিতা সেভ করা যায়।
কিন্তু সম্প্রতি সেই সুবিধা পাচ্ছি না। ওই বোতামে ক্লিক করলে আর আগের মতো আলাদা পেজ খুলছে না। কোনো নেট সংক্রান্ত কারণ, না এই সাইটের কোনো কারণে উপলব্ধ হচ্ছে না, তা ঠিক বুঝতে পারছি না।
তাই আসরের কবিদের কাছে অনুরোধ যারা এই সুবিধা উপলব্ধ করতেন, তারা যদি কোনো সদুত্তর জানেন তাহলে জানাবেন।
শ্রদ্ধেয় এডমিন নিশ্চয় বিষয়টি ফিরিয়ে আনতে সহযোগিতা করবেন।
সকলকে আমার শুভেচ্ছা।