কিছুদিন ধরে লক্ষ করছি, এই আসরে একটি বিষয়ের উপর বিভিন্ন কবি কবিতা লিখে চলেছেন। কবিতার অংশ হিসাবে একই কথা সবাই ব্যবহার করেছেন। কেন এমনটি হচ্ছে! বিষয়টি সকলকেই ভেবে দেখতে অনুরোধ করি।
এই আসরে প্রথমে ২৫/০২/২০১৮ তারিখে মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) কবিতা লেখেন “বাবা হয়নি কেউ”। কবিতাটি আজ পর্যন্ত ৮৪ বার পঠিত। কবিতায় লেখা হয়েছে-
“পাগলিটাযে আজ মা হল
বাবা হয়নি কেউ!”
ঠিক তার পরের দিন ২৬/০২/২০১৮ কবি জসীম উদ্দীন মুহম্মদ (বোদ্ধা কবি) “যে পাগলীটা মা হয়েছে” কবিতায় লিখলেনঃ
“কেউ জানে না....
পাগলিটা কীভাবে পোয়াতি হয়েছিলো?
আমি জানি,
---------------
যে পাগলীটা মা হয়েছে, কেউ বাবা হয়নি
                      আমি তার কথা ভাবি.....!!”
কবিতাটি আজ পর্যন্ত ৩৭৫ জন পাঠ করেছেন। সম্ভবত কবিতাটি 'সেরা দশে' স্থান পেয়েছিল।
তারপর গত ১৩/৩/২০১৮ তারিখে কবি রিপনচন্দ্র কর্মকার তার “পাগলি মা” কবিতায় লিখলেনঃ
“পাগলিটা আজ মা হয়েছে,
বাবা হয়নি কেউ”।
কবিতাটি ৪৯ বার পঠিত হয়েছে।
গতকাল আবার ৯/৪/২০১৮ তারিখে কবি মুহাম্মদ মনিরুজ্জামান তার
“পাগলিটা মা হলো বাবা হলো না কেউ” শিরোনামে একটি কবিতা দেন। তিনি লিখলেন
“রাস্তার ধারে বসে থাকা পাগলিটা মা
হলো। তার গর্ভজাত সন্তানের বাবা
হলো না কেউ!”
কবিতাটি ৮০ বার পঠিত হয়েছে।

এক্ষেত্রে শ্রদ্ধেয় এডমিন সহ অন্যান্যদের কাছে আমার প্রশ্ন ও অনুযোগ।
১) কীভাবে রিভিউয়ার, মডারেটর প্রভৃতির চোখ এড়িয়ে এটা হচ্ছে?
২) এই আসরের সার্চইঞ্জিন বেশ সক্রিয়। একই লেখা বিভিন্ন কবিতায় কীভাবে এসে যাচ্ছে?
৩) যারা মন্তব্য করছেন, অন্তত আগের কবিতাগুলির নিরিখে তেমন  (কয়েকজন বাদে) মন্তব্য করছেন না। বেশ সন্দেহ হচ্ছে!
৪) কোনো স্বাধীন শব্দ বা শব্দগুচ্ছ কোথাও ব্যবহার হতে পারে এবং তা হয়েছেও। তাই বলে এক বিষয়, একই বাক্যগুচ্ছ উদ্ধৃতি চিহ্ন ছাড়া ব্যবহার থেকে আমরা কেন বিরত থাকছি।
৫) যদি বিষয়টি আপত্তিকর মনে হয়, তা হলে একই বিষয়ের উপর লেখা কবিতাগুলি মুঝে দেওয়া যেতে পারে।
৬) কবিতার আসরকে আমরা ভালোবাসি। এর মর্যাদা রাখতে আমরা নিশ্চয় এমন কাজ করব না।
৭) এক জাতীয় কয়েকটি একই বিষয়ের কবিতা আমার চোখে পড়েছিল। তাই আগের কবিতাগুলি সার্চ দিয়ে দেখলাম। তাই সবাই কে জানানোর উদ্দেশে লেখা।
৮) কারও মনে আঘাত দেওয়ার জন্য বা তার ভাবনাকে ছোটো করার জন্য এ লেখা নয়। যদি কোনো কবি আমার এই আলোচনায় ব্যথা পান তার জন্য আমি অনুতপ্ত।