আজ সারাদিন ভেবেই গেছি লিখব একটি গান
অনেক কথার জন্ম দিতে সাজাই সাম্পান
তবু সময় কোথা দিয়ে পালিয়ে গেল শেষে
বৃষ্টি রানি গানের কথা তোমার ভালোবেসে।