কহিলাম
যদি বেঁচে যাই পুনঃ
কাছে এসে কথা দুটি শুনো
বলে গেলে
মরণেও ভয় নেই জানি
যদিও আজ বড় অভিমানি।

স্বীকার করি চারিদিকে দুঃসময়
তবুও ভালবেসে আশ্রয়।