*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ নয়***************
কবিতাঃ চিত্রকর
কবিঃ গোপালচন্দ্র সরকার
প্রকাশিত তারিখঃ ১৫/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
সৃজনশীল প্রখর , নিষ্ঠা যার অপার ,
সে যে মহান চিত্রকর ;
চিত্রপট শূন্য-সাদা, তুলিয়া তুলী সদা-
কত আঁকে রূপে মনোহর !
চিত্ত যার একমনা, কল্পনার মুক্ত ভাবনা ,
পায়, নব সৃষ্টির প্রকাশ ;
মানসপটে স্মৃতি রাখি, মসীসহ আঁকি-আঁকি ,
নব কায়া হয় যে বিকাশ ৷
তপস্যা, ধ্যান, ভক্তি, নাভাবা সুলভ খ্যাতি ,
কর্মবেশ করিয়া ধারণ ;
প্রতি ক্ষণে-ক্ষণ, অসীম নব চিন্তন ,
গড়ে চিত্র মনের মতন ৷
প্রবাহমান ঘটনা , চিত্রপটে ভরে নানা ,
কৌতুহলীত তার যে মন ;
সহায় সাথী, প্রেরণা- উৎস, তার সাধনা
তার সম্বল ভাবাবেগ রতন ৷
গভীর হতে গভীর, রাখিয়া চিত্ত সুস্থির ,
একাগ্র মনে করে জল্পনা ;
নিরাকাররে সাকার, কতনা আকার প্রকার ,
বিচিত্র সৃষ্টি তার যে কল্পনা ৷
শিল্প সাধক চিত্রকর - ভাবনা যার উদার ,
সৃষ্টিরে সে স্বীকারে প্রিয়বন্ধু ;
একাগ্রতায় শিল্প নিয়ে , অহরহ সময় ক্ষয়ে ,
রূপে গড়ে, বিন্দুরে সে ইন্দু !
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও কাব্যময়। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটি কাব্যরসে পরিপূর্ণ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় কাব্যিকতা আছে।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
সৃজনশীল প্রখর , / নিষ্ঠা যার অপার , =৮/৮
সে যে মহান চিত্রকর ;= ১০
চিত্রপট শূন্য-সাদা, / তুলিয়া তুলী সদা-=১০/৭
কত আঁকে রূপে মনোহর ! =১০
চিত্ত যার একমনা, / কল্পনার মুক্ত ভাবনা , =৯/১১
পায়, নব সৃষ্টির প্রকাশ ;=১১
মানসপটে স্মৃতি রাখি, / মসীসহ আঁকি-আঁকি ,=৯/৮
নব কায়া হয় যে বিকাশ ৷=১০
তপস্যা, ধ্যান, ভক্তি, / নাভাবা সুলভ খ্যাতি ,
কর্মবেশ করিয়া ধারণ ;
প্রতি ক্ষণে-ক্ষণ, / অসীম নব চিন্তন ,
গড়ে চিত্র মনের মতন ৷
প্রবাহমান ঘটনা , / চিত্রপটে ভরে নানা ,
কৌতুহলীত তার যে মন ;
সহায় সাথী, প্রেরণা- / উৎস, তার সাধনা
তার সম্বল ভাবাবেগ রতন ৷
গভীর হতে গভীর, / রাখিয়া চিত্ত সুস্থির ,
একাগ্র মনে করে জল্পনা ;
নিরাকাররে সাকার, / কতনা আকার প্রকার ,
বিচিত্র সৃষ্টি তার যে কল্পনা ৷
শিল্প সাধক চিত্রকর - / ভাবনা যার উদার ,
সৃষ্টিরে সে স্বীকারে প্রিয়বন্ধু ;
একাগ্রতায় শিল্প নিয়ে , / অহরহ সময় ক্ষয়ে ,
রূপে গড়ে, বিন্দুরে সে ইন্দু !
*** কবির এই কবিতাটি ত্রিপদী ছন্দে আছে।কিন্তু অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্তে আনা যাচ্ছে না। উপরে দুটি অনুচ্ছেদে মাত্রা দেখানো হয়েছে। দেখা গেল মাত্রা বিভাজন ঠিক নেই। অসম। একটু নজর দিলে ৮/৮/১০ মাত্রায় কবিতাটিকে আনা যায়। তাহলে মাত্রার হিসাব ঠিক থাকে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- মাত্রাবৃত্ত (ত্রিপদী) ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল - ২ মাত্রা।
পর্ব- নির্দিষ্ট মাত্রায় নেই।
পঙক্তি- ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক নয়।
লয়- মধ্যম
বিশেষত্ব- এটি ত্রিপদী ছন্দের কবিতা ।
কবিতার শ্রেণি- মানবতাবাদী কবিতা।
-----------------------------------------------------------------------------------
কবিতার অর্থ-
কবি এই কবিতার মধ্য দিয়ে একটি সুন্দর বিষয়ের অবতারনা করেছেন। আমাদের সমাজে চিত্রকর আছে। তারা নানা বিষয়ে সুন্দর ভাবনার প্রতিফলন দেখান। এই কবিতাটি সেই চিত্রকরদের নিয়েই। এখানে চিত্রকরের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তাদের ভাবনা-চিন্তা এই কবিতার মূল প্রতিপাদ্য। সৃজনশীল, নিষ্ঠাবান, কাল্পনিক, একনিষ্ঠ, নতুন চিন্তা চিত্রকরের মূলধন। তিনি সেই উপলব্ধি থেকে অনেক সুন্দর ভাবনার জন্ম দেন।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
ভাষা প্রয়োগ-
অনেক ভালো। অনেক সমার্থক শব্দের নমুনা কবিতায় আছে।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
ভালো। কিন্তু কোথাও গড়মিল লেগেছে।
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
প্রয়োগ ঠিক আছে। আরও প্রয়োগ প্রয়োজন ছিল।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
যথার্থ।
-------------------------------------------------------------------------------------
বানান-
বেশ কিছু বানান ভুল আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।