*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ আট***************
কবিতাঃ  স্বপ্ন আছে চেয়ে
কবিঃ শাহিন আলম সরকার
প্রকাশিত তারিখঃ ২২/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
আজও হয় নি দেখা, ভালবাসি যারে।
কথা হয় নি যে ঘুমে, স্বপ্ন বিলি করে।
হাসি মুখ দেয় ফাঁসি, সারা নিশি ভরে।
ঘুম যেন নেয় কেড়ে, সারা নিশি ধরে।
সে যে আছে কত দূর, কত দেশ পরে।
তার কথা ভেবে ভেবে, মন যেন মরে।
স্বপ্ন যেন সত্যি হবে, কাছে পেলে তারে।
বধূ করে তারে যেন, নিতে পারি ঘরে।

বহু পথ পাড়ি দিয়ে, ছোট কোন গাঁয়ে;
গেছি কারো নিমন্ত্রণে, উপলক্ষ বিয়ে।
আঁকাবাঁকা চাপা পথ, বাঁশবন দিয়ে;
হেটে হেটে যেতে হয়, চারদিক চেয়ে।
মনে পড়ে এই পথ, আসে স্বপ্ন হয়ে।
কিছু দূরে বাড়ি মধ্যে, স্বপ্ন আছে চেয়ে।
****** কবি শাহিন আলম সরকারের এই কবিতাটি বেশ সুন্দর ও কাব্যময়। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটি কাব্যরসে পরিপূর্ণ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগায় পূর্ণ।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
আজও হয় নি দেখা, /ভালবাসি যারে। = ৮+৬
কথা হয় নি যে ঘুমে, /স্বপ্ন বিলি করে। = ৮+৬
হাসি মুখ দেয় ফাঁসি, /সারা নিশি ভরে। = ৮+৬
ঘুম যেন নেয় কেড়ে, /সারা নিশি ধরে। = ৮+৬
সে যে আছে কত দূর, /কত দেশ পরে। = ৮+৬
তার কথা ভেবে ভেবে, /মন যেন মরে। = ৮+৬
স্বপ্ন যেন সত্যি হবে, /কাছে পেলে তারে। = ৮+৬
বধূ করে তারে যেন, /নিতে পারি ঘরে। = ৮+৬

বহু পথ পাড়ি দিয়ে, /ছোট কোন গাঁয়ে; = ৮+৬
গেছি কারো নিমন্ত্রণে, /উপলক্ষ বিয়ে। = ৮+৬
আঁকাবাঁকা চাপা পথ, /বাঁশবন দিয়ে; = ৮+৬
হেটে হেটে যেতে হয়, /চারদিক চেয়ে। = ৮+৬
মনে পড়ে এই পথ, /আসে স্বপ্ন হয়ে। = ৮+৬
কিছু দূরে বাড়ি মধ্যে, /স্বপ্ন আছে চেয়ে। = ৮+৬

*** কবির এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে আছে। (৮+৬) =১৪ মাত্রায়
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল –আগে, মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
পর্ব-  (৮+৬) =১৪ মাত্রায়
পঙক্তি- ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- মধ্যম
বিশেষত্ব- এটি পয়ার জাতীয় কবিতা। চতুর্দশ মাত্রায় চতুর্দশপদী কবিতাও বটে! কিন্তু সনেট নয়।
কবিতার শ্রেণি- প্রেম বিষয়ক কবিতা।
-----------------------------------------------------------------------------------
কবিতার অর্থ-
কবি যাকে ভালোবাসেন, তার সঙ্গে আজও দেখা হয় নি। ঘুমঘোরে কথা না হলেও স্বপ্ন তাকে ভাবিয়ে তোলে। সারারাত ধরে কবি রঙিন স্বপ্ন দেখে যান। কবির প্রেমিক কোথায় আছে? তার স্বপ্ন কবে সত্য হবে? কবি তাই ভেবে অস্থির। কোথাও কবি যাবার কালে এমন স্বপ্নের প্রেক্ষাপট রচনা করেছেন। তারপর থেকে তিনি প্রতিনিয়ত অস্থির হয়ে উঠেছেন।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
মোটামুটি ঠিক আছে। কিন্ত দ্বিতীয় অনুচ্ছেদ আগের অনুচ্ছেদের সাথে মানায় না।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
যারে- করে / তারে- ঘরে / গাঁয়ে – বিয়ে / দিয়ে- চেয়ে  সঠিক অন্ত্যমিল নয়।
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
প্রয়োগ অনেক ক্ষেত্রেই ঠিক হয় নি। আরও প্রয়োগ প্রয়োজন ছিল।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
চলে!
-------------------------------------------------------------------------------------
বানান-
হেটে > হেঁটে
বাকি ঠিক আছে।
------------------------------------------------------------------------------
পরামর্শ / অনুরোধ-
কবিতার ছন্দ নিয়ে আরো চর্চা প্রয়োজন। আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হোক।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।