*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ ৩০***************
***** পদ্য কবিতা *****
কবিতাঃ উদাসী পথিক
কবিঃ উত্তম চক্রবর্তী
প্রকাশিত তারিখঃ ১৪/১১/২০১৭
***কবি ১ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৫৩টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
এঁকেবেঁকে চলে গাঁও মেঠোপথ গাঁয়ের বুকটি ছিঁড়ে,
পথিক চলেছে আপন মনেতে প্রিয়ার কাছেতে নীড়ে।
দুধারে তাহার সবুজ বনেতে গিয়েছে মনটি ভরে,
পথের ধূলোরা আপন করেছে পথিক সাথীকে ঘিরে।
সোনালী ধানের ঢেউয়ে খেলানো বাতাসী সুরের মেলা,
আকাশে নীলের সীমানা ছোঁয়ানো দোলানো পাখির খেলা।
পথকে ভালোবেসেছিল পথিক পড়েছে পথের প্রেমে,
ভুলিয়েছে পথ পথিকরে তাই ভালোবেসে তার প্রেমে।
উদাসী পথিক হারিয়ে ফেলেছে ঠিকানা তাহার তরে,
পথটি তাহার পথিক সাথীকে চিনিয়ে নিয়েছে পরে।
পথিকের প্রিয়া রয়েছে বসিয়া আসিবে কখন সাথী?
ভালোবেসে পথ নিয়েছে সাথীকে প্রিয়ার কাছেতে গাঁথি।
****** কবির এই কবিতাটির বিষয় খুব সুন্দর ও কাব্যময়। কবিতাটির কাব্যভাবনা যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় কাব্যিকতার প্রকাশ মেলে। কবির এই কবিতাটি পদ্য রূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
মাত্রা ও পর্ব বিভাজন-
এঁকেবেঁকে চলে /গাঁও মেঠোপথ /গাঁয়ের বুকটি /ছিঁড়ে, =৬/৬/৬/২
পথিক চলেছে/ আপন মনেতে/ প্রিয়ার কাছেতে/ নীড়ে।=৬/৬/৬/২
দু’ধারে তাহার /সবুজ বনেতে/ গিয়েছে মনটি/ ভরে,=৬/৬/৬/২
পথের ধূলোরা /আপন করেছে /পথিক সাথীকে/ ঘিরে।=৬/৬/৬/২
সোনালী ধানের /ঢেউয়ে খেলানো /বাতাসী সুরের /মেলা,=৬/৬/৬/২
আকাশে নীলের /সীমানা ছোঁয়ানো/ দোলানো পাখির /খেলা।=৬/৬/৬/২
ও পথকে ভালো/বেসেছে পথিক /পড়েছে পথের /প্রেমে,=৬/৬/৬/২
ভুলিয়েছে পথ /পথিকরে তাই/ ভালোবেসে তার/ প্রেমে।=৬/৬/৬/২
উদাসী পথিক /হারিয়ে ফেলেছে /ঠিকানা তাহার /তরে,=৬/৬/৬/২
পথটি তাহার /পথিক সাথীকে/ চিনিয়ে নিয়েছে /পরে।=৬/৬/৬/২
পথিকের প্রিয়া/ রয়েছে বসিয়া /আসিবে কখন /সাথী?=৬/৬/৬/২
ভালোবেসে পথ/ নিয়েছে সাথীকে/ প্রিয়ার কাছেতে /গাঁথি।=৬/৬/৬/২
*** কবির এই কবিতাটি নিদিষ্ট মাত্রাবৃত্ত ছন্দে আছে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ২ মাত্রা।
পর্ব- ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণ পর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব ২ মাত্রা।
পঙক্তি- ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- মধ্যম।
বিশেষত্ব- মাত্রাবৃত্ত ছন্দ শেখার আদর্শ কবিতা।
কবিতার শ্রেণি- প্রেম মূলক কবিতা।
----------------------------------------------------------------------------------
কবিতার নামকরণ—
কবিতার বিষয়ের সাথে নামকরণ যথার্থ।
----------------------------------------------------------------------------------
কবিতার অর্থ-
গাঁয়ের মেঠোপথ গাঁয়ের বুকটি চিঁড়ে এঁকেবেঁকে চলে যায়। সেই পথে পথিক চলেছে আপন মনেতে তার প্রিয়ার কাছে। পথিক দেখেছে দুইধারে সবুজ বনের সমাহার, যা দেখে তার মনটি ভরে যায়। পথের ধূলোরা যেন আপন করে নেয় এই পথিক সাথীকে। সোনালি ধানের ঢেউয়ে খেলানো বাতাসী সুরের মেলা, আকাশে নীলের সীমানা ছোঁয়ানো পাখির খেলা পথিকের ভালো লাগে। এই পথকে ভালোবেসে পথিক পথের প্রেমে পড়ে যায়। উদাসী পথিক যেন হারিয়ে ফেলে তার ঠিকানা। পথিকের প্রিয়া এই ভেবে বসে আছে যে কখন তার সাথী আসবে।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
একদম ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
ভাষা প্রয়োগ-
অনেক ভালো।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
ভালো।
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
ভালো।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
যথার্থ।
-------------------------------------------------------------------------------------
বানান-
ঠিক আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।