****************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ তিন***************
কবিতাঃ  হাপর
কবিঃ খলিলুর রহমান
প্রকাশিত তারিখঃ ০৯/০৯/২০১৭
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
বুঝাবুঝির সময়টা তো গেছেই অনেক আগে
এখন কি আর বলার সময়, কারে কেমন লাগে?

কর্মকারের হাপরে যে পুড়ছি দু'জন মিলে
তার হাতুড়ি দু'জনকে যে বেজায় আঘাত দিলে
সেই আঘাতে দু'জনেই যে কবেই গেছি গুড়ি'
দুইটি মিলে এক হওয়াতে দু'জনেতেই পুড়ি।
কর্মকারের পিটুনিতে লোহা ও ইস্পাতে
এক হয়ে আজ টিকে আছি ঘাত ও প্রতিঘাতে।

সাবাস ওরে বলি তোরে নিপুন কর্মকার
সেই দুটিকে পৃথক করতে কেউ পারে না আর।
তোর গড়া সে অস্ত্রখানি শক্ত যা পায় কাটে
সদাই হাজার ভাঙার মাঝে গড়ার স্বপ্ন আঁটে।

তাই দেখে তোর মনে হঠাৎ খেলার ইচ্ছা জাগে
এই দুটিতে পৃথক করলে তখন কেমন লাগে।
জাদুকরী আঙুল দিয়ে দিস রে মৃদু টোকা
একটি খসে কোথায় হারায়, অন্যটি রয় বোকা।

সেই হাপরে একলা পুড়ে ভস্ম হয়ে যায়
কর্মকারের হাপর তখন অন্য দু'টি চায়।
******শ্রদ্ধেয় কবির এই কবিতাটি বেশ সুন্দর ও ছন্দময়। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটি কাব্যরসে পরিপূর্ণ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগায় পূর্ণ।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
বুঝাবুঝির /সময়টা তো /গেছেই অনেক/ আগে  = (৪+৪+৪+২)
এখন কি আর /বলার সময়, /কারে কেমন/ লাগে? = (৪+৪+৪+২)

কর্মকারের /হাপরে যে /পুড়ছি দু'জন /মিলে = (৪+৪+৪+২)
তার হাতুড়ি/ দু'জনকে যে /বেজায় আঘাত/ দিলে = (৪+৪+৪+২)
সেই আঘাতে /দু'জনেই যে /কবেই গেছি /গুড়ি' = (৪+৪+৪+২)
দুইটি মিলে/ এক হওয়াতে /দু'জনেতেই /পুড়ি। = (৪+৪+৪+২)
কর্মকারের/ পিটুনিতে/ লোহা ও ইস/ পাতে = (৪+৪+৪+২)
এক হয়ে আজ /টিকে আছি/ ঘাত ও প্রতি/ঘাতে। = (৪+৪+৪+২)

সাবাস ওরে /বলি তোরে/ নিপুন কর্ম/কার = (৪+৪+৪+১)
সেই দুটিকে/ পৃথক করতে/ কেউ পারে না/ আর। = (৪+৪+৪+১)
তোর গড়া সে /অস্ত্রখানি/ শক্ত যা পায়/ কাটে = (৪+৪+৪+২)
সদাই হাজার /ভাঙার মাঝে /গড়ার স্বপ্ন/ আঁটে। = (৪+৪+৪+২)

তাই দেখে তোর/ মনে হঠাৎ/ খেলার ইচ্ছা/ জাগে = (৪+৪+৪+২)
এই দুটিতে /পৃথক করলে/ তখন কেমন/ লাগে। = (৪+৪+৪+২)
জাদুকরী /আঙুল দিয়ে/ দিস রে মৃদু /টোকা = (৪+৪+৪+২)
একটি খসে/ কোথায় হারায়, /অন্যটি রয়/ বোকা। = (৪+৪+৪+২)

সেই হাপরে/ একলা পুড়ে /ভস্ম হয়ে/ যায় = (৪+৪+৪+১)
কর্মকারের /হাপর তখন /অন্য দু'টি /চায়। = (৪+৪+৪+১)

*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে আছে। (৪+৪+৪+১/২) মাত্রায়
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল -১ মাত্রা।
পর্ব-  (৪+৪+৪+১/২) মাত্রায়
পঙক্তি- সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- মধ্যম
বিশেষত্ব- বাস্তব বোধ সম্পন্ন।
কবিতার শ্রেণি- রূপক কবিতা।
-----------------------------------------------------------------------------------কবিতার অর্থ-
কবিতাটি রূপক ঘরানায় লেখা। এর মাঝে তিনি বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়ের চিত্র নিপুণ হাতে এঁকেছেন। সমাজের বুকে ঘাত-প্রতিঘাতে টিকে থাকার একটি সময়ের প্রতিফলন। হাপর এখানে সেই সমাজচিত্রের স্তম্ভ স্বরূপ। সাধারণ ব্যাখ্যা দিয়ে কবি এই কবিতাটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
অনবদ্য।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
ভালো।
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
আরও প্রয়োগ প্রয়োজন ছিল।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
বেশ!
-------------------------------------------------------------------------------------
বানান-
বুঝাবুঝি > বোঝাবুঝি
নিপুন > নিপুণ
বাকি ঠিক আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হোক।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।