*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ ২৬***************
কবিতাঃ অবুঝ হৃদয়
কবিঃ স্বপন গায়েন
প্রকাশিত তারিখঃ ১১/১১/২০১৭ (আজ)
***কবি ২ বছর ৫ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৫৯০টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন। কবি আসরে “উদয়ন কবি” নামে পরিচিত।
---------------------------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
নদীর বাঁকে অবুঝ মন
ধূলায় ঝিনুক খোঁজে
মেঘ বালিকা হাওয়ায় ভাসে
ঝর্না তাকে বোঝে।
হিমেল বাতাসে ভোরের শিশির
ভেজায় ঘাসের বুক
ঝুনুক কুড়িয়ে প্রেমিক যুগল
পেয়েছে তাদের সুখ।
চাঁদের বুকে কলঙ্ক দাগ
জোনাকির দেহে আলো
পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না ছড়ায়
নদী জল ছল ছলো।
অবুঝ হাসি নদীর জলে
ছড়ায় সুরের মায়া
অবুঝ হৃদয় সানাইয়ের সুর
জোছনা ছড়ায় প্রিয়া।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ ও ত্রিপদী ছন্দে লেখা। কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় কাব্যিকতার প্রকাশ মেলে। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
মাত্রা ও পর্ব বিভাজনঃ
নদীর বাঁকে / অবুঝ মন=৪/৩
ধূলায় ঝিনুক /খোঁজে=৪/২
মেঘ বালিকা / হাওয়ায় ভাসে=৪/৪
ঝর্না তাকে/ বোঝে।=৪/২
হিমেল বাতাসে / ভোরের শিশির=৫/৪
ভেজায় ঘাসের /বুক=৪/১
ঝুনুক কুড়িয়ে / প্রেমিক যুগল=৫/৪
পেয়েছে তাদের/ সুখ।=৫/১
চাঁদের বুকে / কলঙ্ক দাগ=৪/৪
জোনাকির দেহে /আলো=৫/২
পূর্ণিমা চাঁদ / জ্যোৎস্না ছড়ায়=৪/৪
নদী জল ছল/ ছলো।=৪/২
অবুঝ হাসি / নদীর জলে=৪/৪
ছড়ায় সুরের /মায়া=৪/২
অবুঝ হৃদয় / সানাইয়ের সুর=৪/৪
জোছনা ছড়ায়/ প্রিয়া।=৪/২
*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। কিন্তু কোথাও কোথাও ছন্দ ঠিকঠাক হয়নি। ৩/৫ মাত্রা মাঝে মাঝে এসে গেছে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
পর্ব- ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ২ মাত্রা, তবে কোথাও মাত্রা কেটে গেছে।
পঙক্তি- ৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- দ্রুত।
বিশেষত্ব- নেই।
কবিতার শ্রেণি- প্রকৃতি ও প্রেম মূলক কবিতা।
-----------------------------------------------------------------------------------
কবিতার নামকরণ—
কবিতার সাথে কবিতার নামটি যথার্থ। প্রকৃতির সাথে প্রেমকে মেলানো হয়েছে।
----------------------------------------------------------------------------------
কবিতার অর্থ-
নদীর বাঁকে এক অবুঝ মন ধূলার মাঝে ঝিনুক খোঁজে। মেঘ বালিকা সেখানে হাওয়ায় ভেসে বেড়ায় ও ঝরনা তাকে আপন করে বোঝে। হিমেল বাতাসে ভোরের শিশির ঘাসের বুক ভিজিয়ে দেয়। ঝিনুক কুড়িয়ে প্রেমিক যুগল তাদের চিরায়ত সুখ অনুভব করে। চাঁদের বুকে কলঙ্ক দাগ আছে আর জোনাকির দেহে আলো লুকিয়ে থাকে। পূর্ণিমা চাঁদ যখন জ্যোৎস্না ছড়ায় তখন নদী জল ছল ছল করে। তখন কবির অবুঝ হাসি নদীর জলের মাঝে সুরের মায়া ছড়িয়ে দেয়। অবুঝ হৃদয় সানাইয়ের সুরে মেতে ওঠে আর তার প্রিয়া তখন জ্যোৎস্না ছড়িয়ে দেয়।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
একদম ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
ভাষা প্রয়োগ-
অনেক ভালো।
-----------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
প্রয়োগ ঠিক আছে। আরও দরকার ছিল।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
যথার্থ।শব্দালঙ্কারে প্রয়োগ আছে।
-------------------------------------------------------------------------------------
বানান-
ঠিক আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ/ পরামর্শ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি। কবিকে ছন্দ বিষয়ে একটু জানতে হবে।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।