*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ ২৫***************
                                             ***** পদ্য কবিতা *****
কবিতাঃ  পথ কী জানে !
কবিঃ শাহানারা রশিদ
প্রকাশিত তারিখঃ ২৭/১০/২০১৭
***কবি ৪ বছর ৬ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৭৯টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন। গতকাল ছিল কবির জন্মদিন।
-----------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
পথ কী জানে পথের রেখা কোথায় কখন শেষ !
পথ তো নিজেই নীরব চলে একলা  নিরুদ্দেশ ।

নিবিড় নিয়ম মানতে গিয়েই হারিয়ে ফেলি সব
শহর নগর বন্দরে আজ কিসের কলরব ?

এই যে আছি , এই বুঝি নেই তবু নিরীক্ষণ
নিঃশব্দের ঘোর কাটেনা চাই  শুধু  বন্ধন ।

সবুজ পাতায় দিনকে রাখি বালির ভাঁজে মন
আয়ুষ্মতীর খবর আনে সখের গ্রামীণফোন

সিন্দুকে নেই সোনার মোহর আকাশ কেনার সাধ
অবহেলায় শতাব্দী  যায় হয়না  প্রতিবাদ !

পূর্ণিমা রাত বলবে কী আর ,  সেইতো ব্যথায় নীল
রঙমাখানো তুলির মাঝেই  খুঁজি  অন্ত্যমিল ।

রোদ ঝলোমল আকাশ দেখেই দিন যে বয়ে যায়
পথ কী জানে ! পথে বসেই ভাবি  আশংকায় ?
****** কবির এই কবিতাটির বিষয় খুব সুন্দর ও কাব্যময়। কবিতাটির কাব্যভাবনা যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় কাব্যিকতার  প্রকাশ মেলে। কবির এই কবিতাটি পদ্য রূপে স্বরবৃত্ত ছন্দে লেখা।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
পথ কী জানে/ পথের রেখা /কোথায় কখন /শেষ ! =৪/৪/৪/১
পথ তো নিজেই /নীরব চলে /একলা  নিরুদ/দেশ । =৪/৪/৪/১

নিবিড় নিয়ম /মানতে গিয়েই /হারিয়ে ফেলি /সব=৪/৪/৪/১
শহর নগর /বন্দরে আজ /কিসের কল/রব ? =৪/৪/৪/১

এই যে আছি , /এই বুঝি নেই/ তবু নিরীক/খণ=৪/৪/৪/১
নিঃশব্দের/ ঘোর কাটেনা /চাই  শুধু  বন/ধন ।=৪/৪/৪/১

সবুজ পাতায় /দিনকে রাখি/ বালির ভাঁজে /মন=৪/৪/৪/১
আয়ুষ্মতীর /খবর আনে /সখের গ্রামীণ/ফোন=৪/৪/৪/১

সিন্দুকে নেই /সোনার মোহর/ আকাশ কেনার/ সাধ=৪/৪/৪/১
অবহেলায় /শতাব্দী  যায়/ হয়না  প্রতি/বাদ ! =৪/৪/৪/১

পূর্ণিমা রাত/ বলবে কী আর ,/  সেইতো ব্যথায় /নীল=৪/৪/৪/১
রঙমাখানো /তুলির মাঝেই  /খুঁজি  অন্ত্য/মিল ।=৪/৪/৪/১

রোদ ঝলোমল /আকাশ দেখেই /দিন যে বয়ে /যায়=৪/৪/৪/১
পথ কী জানে ! /পথে বসেই /ভাবি  আশং/কায় ? =৪/৪/৪/১

*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে  লেখা। কবিতাটি ৪/৪/৪/১ মাত্রায় আছে।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
পর্ব-  ৪/৪/৪/১ মাত্রায়। অর্থাৎ পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব  ১ মাত্রা।
পঙক্তি- ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- দ্রুত।
বিশেষত্ব- স্বরবৃত্ত ছন্দ শেখার আদর্শ কবিতা
কবিতার শ্রেণি- রূপক  কবিতা।
বিঃ দ্রঃ – দুটি শব্দ লক্ষণীয। "নিঃশব্দের” (নিশ, শব, দের) পর পর তিনটি রুদ্ধ দল থাকলে তাকে স্বরবৃত্ত ছন্দে ৪ মাত্রা ধরা হয়। ঝলমল শব্দটিকে “ঝলোমল” করা হয়েছে শুধু মাত্রার হিসাব ঠিক রাখার জন্য।
----------------------------------------------------------------------------------
কবিতার নামকরণ—
কবিতার বিষয়ের সাথে নামকরণ যথার্থ। পথ এখানে রূপক অর্থে ব্যবহৃত।                                                                                                                                                                                                                                
----------------------------------------------------------------------------------

কবিতার অর্থ-
পথ  জানে না পথের রেখা কোথায় কখন শেষ হয়। পথ তো নিজেই নীরবে চলে একলা  নিরুদ্দেশের পথে।  সমস্ত নিবিড় নিয়ম মানতে গিয়ে কবি  হারিয়ে ফেলেন তার সব আয়োজন। কবি কখন কোথায় আছেন তা নিজেই বুঝতে পারেন না। চারিদিকে শুধু নানা বন্ধনে তার যাতায়াত। কবিন মনে হাজার বাসনা জাগে। তার কিছু চিত্র এই কবিতার মধ্যে চিত্রায়িত হয়েছে রূপকের আড়ালে।
----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
একদম ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
ভাষা প্রয়োগ-
অনেক ভালো।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
সাধ # প্রতিবাদ
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
খুব ভালো।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
যথার্থ। শব্দালঙ্কারে ভালো প্রয়োগ আছে।
-------------------------------------------------------------------------------------
বানান-
কী > কি
কিসের > কীসের
বাকি ঠিক আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।