*************আসরের কবিতা ও তার কাব্যিকতাঃ ২০***************
কবিতাঃ  দহন
কবিঃ রিঙ্কু রায়
প্রকাশিত তারিখঃ ২০/১০/২০১৭
***কবি ২ বছর ৪ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২২৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে আবার নিয়মিত লিখছেন।
---------------------------------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ

এই পৃথিবীর মায়ার বাঁধন লাগেনিতো ভালো,
রূপকথা সব ভুলে গিয়ে সেতো চলে গেলো।

মায়ের স্নেহের আদরমাখা স্পর্শ হলো ফিকে,
বেছে নিলো অজানা পথ ধরলো অচেনাকে!

মধুমাখা মনের ভিতর কোন পঙ্কিল জমলো?
আটকে দিল দুইপা তার চলতে গিয়ে থামলো।

খেলার পুতুল ধুলায় কাঁদে হৃদয় ভাঙে তার,
কে তাদের নেবে কোলে শাসন নেইতো আর।

নিথর তার চোখ দুটোতে প্রশ্ন আজো ভাসে!
কেনো মাগো শিশির ছোঁয়াচ লেগে থাকে ঘাসে?

বলতে গিয়ে বুকের কাছে শ্বাস বায়ুটা কাঁদে,
বুকের গভীর আর্তনাদ ছড়ায় তারা চাঁদে...

ছোট্ট হাতে জড়িয়ে ধরে মায়ার আঁচলখানি,
বলতে ভুলে গেল সে আজ নিজের স্বপ্নখানি!

তোর সাথে স্বপ্ন মোর চিতার বক্ষে পুড়লো!
ওই দহনে জ্বলি রোজ শ্মশান মোরে ঘিরলো।

আমার দেওয়া কোন সুধা সঙ্গে বেঁধে নিলি?
মায়ের চেয়েও অধিক সুখ সেইখানে তুই পেলি?

আজযে আমি ধুলার মাঝে স্মৃতিগুলো কুড়াই!
কোনোটা রাখি আলমারিতে, কোনোটা বুকে জমাই...

****** কবি কিছুদিন আগে তার একমাত্র কন্যাকে হারিয়েছেন। সেই স্মৃতি থেকে কবির এই কবিতার জন্ম। কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় কাব্যিকতার প্রকাশ মেলে। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
মাত্রা ও পর্ব  বিভাজনঃ
এই পৃথিবীর /মায়ার বাঁধন /লাগেনিতো /ভালো,=৪/৪/৪/২
রূপকথা সব/ ভুলে গিয়ে /সে তো চলে/ গেলো।=৪/৪/৪/২

মায়ের স্নেহের /আদরমাখা/ স্পর্শ হলো/ ফিকে,=৪/৪/৪/২
বেছে নিলো/ অজানা পথ/ ধরলো অচে/নাকে!=৪/৪/৪/২

মধুমাখা /মনের ভিতর/ কোন পঙ্কিল/ জমলো?=৪/৪/৪/২
আটকে দিল/ দুটি পা তার/ চলতে গিয়ে/ থামলো।=৪/৪/৪/২

খেলার পুতুল/ ধুলায় কাঁদে/ হৃদয় ভাঙে/ তার,=৪/৪/৪/১
কে যে তাদের/ নেবে কোলে/ শাসন নেইতো/ আর।=৪/৪/৪/১

নিথর সে তার/ চোখ দুটোতে /প্রশ্ন আজো/ ভাসে!=৪/৪/৪/২
কেনো মাগো/ শিশির ছোঁয়াচ /লেগে থাকে /ঘাসে?=৪/৪/৪/২

বলতে গিয়ে /বুকের কাছে/ শ্বাস বায়ুটা/ কাঁদে,=৪/৪/৪/২
বুকের গভীর /সে আর্তনাদ/ ছড়ায় তারা/ চাঁদে...=৪/৪/৪/২

ছোট্ট হাতে/ জড়িয়ে ধরে/ মায়ার আঁচল/খানি,=৪/৪/৪/২
বলতে ভুলে/ গেল সে আজ/ নিজের স্বপ্ন/খানি!=৪/৪/৪/২

তোর সাথে/ স্বপ্ন মোর/ চিতার বক্ষে/ পুড়লো!=৪/৪/৪/২
ওই দহনে /জ্বলি রোজ/ শ্মশান মোরে/ ঘিরলো।=৪/৪/৪/২

আমার দেওয়া /কোন সুধা /সঙ্গে বেঁধে/ নিলি?=৪/৪/৪/২
মায়ের চেয়েও /অধিক সুখ /সেইখানে তুই/ পেলি?=৪/৪/৪/২

আজযে আমি /ধুলার মাঝে/ স্মৃতিগুলো /কুড়াই!=৪/৪/৪/২
কোনোটা রাখি /আলমারিতে/, কোনোটা বুকে /জমাই...=৪/৪/৪/২

*** কবির এই কবিতাটি  স্বরবৃত্ত ছন্দে লেখা। (৪/৪/৪/১-২) মাত্রায় লেখা এটি একটি সুন্দর মানের বিষয় সম্বলিত  বেদনার  কবিতা।
-----------------------------------------------------------------------------------

ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
পর্ব-  ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণ পর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব ১-২ মাত্রা, তবে কোথাও মাত্রা কেটে গেছে। সেই শুদ্ধতা আজ আর করলাম না।
পঙক্তি- ২০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- দ্রুত।
বিশেষত্ব- এটি স্বরবৃত্ত ছন্দ শেখার একটি আদর্শ কবিতা ।
কবিতার শ্রেণি-  স্মৃতিমূলক কবিতা।
-----------------------------------------------------------------------------------
কবিতার নামকরণ—
কবিতার সাথে কবিতার নামটি যথার্থ।
----------------------------------------------------------------------------------

কবিতার অর্থ-
কবিতার অর্থ লিখতে আজ আর ভালো লাগল না। পরে অন্য কখনো লিখে দেব।কবি রিঙ্কু রায়ের সাম্প্রতিক কবিতাগুলি পাঠ করে মনে একটা সন্দেহ হয়েছিল। কিন্তু কবি আসরকে সেভাবে কিছু জানান নি। নিজের জীবনের এত বড়ো ঘটনা জানাবেন বা কি করে! নিজের একমাত্র ১৫ বছরের মেয়ে অতি সম্প্রতি ইহলোকের মায়া কাটিয়ে চলে গেছে। সন্তানের মৃত্যু মায়ের কাছে কি বেদনা বয়ে আনে সে কল্পনা করার চেষ্টাও বৃথা। সেই বেদনা থেকে এই সকল কবিতার সৃষ্টি। কবিকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। কিন্তু কবির এই কবিতা আমার মন স্পর্শ করেছে। সারাদিন চেষ্টা করেও লিখতে পারিনি। এখন রাত ৯টা বাজে। সেই কবিতাগুলি নিয়ে আবার বসলাম। মন খারাপের ভঙ্গিতে আজকের আলোচনাও সঠিক ভাবে করতে পারলাম না। আর কবি রিঙ্কু রায় কে বলছি- আমার এই লেখা বা আলোচনা আপনাকে আঘাত দিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। "ভালো থাকুন কবি"- এ কথা লিখতেও সাহস হয় না।

----------------------------------------------------------------------------------
কবিতা ও ভাব-
একদম ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
ভাষা প্রয়োগ-
অনেক ভালো।
-----------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
ছেদ যতি-
প্রয়োগ ঠিক আছে।
--------------------------------------------------------------------------------
অলঙ্কারঃ
যথার্থ।শব্দালঙ্কারে প্রয়োগ আছে।
-------------------------------------------------------------------------------------
বানান-
ঠিক আছে।
------------------------------------------------------------------------------
অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।