বৃষ্টিরানী কথা বলি আজ জানালায় মুখ
বসন ছুয়ে কথা বলা সে যে ভীষন সুখ
জানলায় চোখ তোমার আমার আমরা অনেক দূরে
আজ অবেলায় কথা বলা সেই সেদিনের সুরে।