দেয়াল আমার আপন হয়েছে
আপনার মাঝে থাকি
আপনার মাঝে স্বপন বিতান
আপনায় শুধু ডাকি।

আজ চরাচর নতজানু যেন
আড় চোখে দেখা সার
আমার পৃথিবী তোমার দুনিয়া
দিবসে অন্ধকার।