*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ নয়***************
***** গদ্য কবিতা*****
কবিতাঃ বৃষ্টি ঝরছে
কবিঃ অরণ্য আহমেদ
প্রকাশিত তারিখঃ ১৯/১২/২০১৭ (আজ)
***কবি ১ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৭টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
বৃষ্টি ঝরছে তোমার আঙ্গিনা জুড়ে
পুঁই মাঁচায় নুয়ে পড়া লতা পূর্ণ যৌবনা
ঠিক যেন তোমারই মতো একদিন
ক'ফোটা ভালোবাসার নির্যাস - ঘুমঘোর
রাত যে অনেক হলো - বেলা গেল কত শত!
এখন আর তোমায় ডাকি না...
তুমিও না...
আমরা আমাতে আছি মেতে!
ভালোবাসা-বাসি শেষ সন্ধ্যায় কুহক ডাকে সংসারে
নেই আবেগ, নেই শূণ্যতা
সমস্ত হৃদয়জুড়ে অচেনা নির্লিপ্ততা
ভেঙ্গে যাক প্রিয় সিম্ফনী!
হারিয়ে যাক প্রিয় সপ্নগুলো মনের চোরাবালিতে!
চাইলে ছুড়ে ফেল- সিংহাসন থেকে রাস্তায়!
আমার কিচ্ছু এসে যায় না!
আমি শুধু নির্লজ্জ জীবন ছুয়ে -
সাদা কাগজে এঁকেঁ যাব ব্যর্থতার ছবি!
****** কবির এই কবিতাটি বেশ কাব্যময় ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যভাবনা যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় যথেষ্ট ভাবনাবোধের ও কাব্যিকতার প্রকাশ মেলে। কবির এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে গদ্য রূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও সংশোধন-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
বৃষ্টি ঝরছে /তোমার আঙিনা জুড়ে-
পুঁই মাচায় /নুয়ে পরা লতা /পূর্ণযৌবনা
ঠিক যেন /তোমারই মতো /একদিন
ক'ফোটা /ভালোবাসার নির্যাস/ - ঘুমঘোর
রাত যে অনেক হলো - /বেলা গেল কত শত!
এখন আর /তোমায় ডাকি না...
তুমিও না...
আমরা /আমাতে আছি মেতে!
ভালোবাসা-বাসি /শেষ সন্ধ্যায় /কুহক ডাকে সংসারে
নেই আবেগ,/ নেই শূন্যতা
সমস্ত হৃদয়জুড়ে /অচেনা নির্লিপ্ততা
ভেঙে যাক/ প্রিয় সিম্ফনী!
হারিয়ে যাক /প্রিয় স্বপ্নগুলো /মনের চোরাবালিতে!
চাইলে ছুড়ে ফেল-/ সিংহাসন থেকে রাস্তায়!
আমার কিচ্ছু /এসে যায় না!
আমি শুধু নির্লজ্জ /জীবন ছুঁয়ে -
সাদা কাগজে /এঁকে যাব /ব্যর্থতার ছবি!
---------
------------------------------------------------------------------------------------------
৩)কবিতার বৈশিষ্ট্য-
ক) গদ্য ভিত্তিক কবিতা।
খ) ভাষার স্বাভাবিক বাগভঙ্গি এখানে প্রকাশিত। ভাষা সহজ ও সাদা মাঠা।
গ) মুক্ত চিন্তার আলোকে কবিতাটি লেখা।
ঘ) কবিতা প্রকাশপদ্ধতি খুব ভালো ও সামঞ্জস্যপূর্ণ।
ঙ) বাক্য- দীর্ঘ ও স্বাধীন।
চ) ছন্দ- ভাব ছন্দ
ছ) বাক্যাংশ- সুসংহত, সুনিয়ন্ত্রিত ও কাব্যগুণ সম্পন্ন।
জ) মিত্রাক্ষরহীন।
ঝ) একটা অস্পষ্ট ধ্বনি ঝংকার আছে।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- বিরহ মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- প্রয়োজন নেই।
জ)ছেদ যতি- পরিবর্তন যোগ্য।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- বেশ কিছু ভুল আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি। বানানে আরও নজর চাই।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।