*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ আট***************
***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ বরণ
কবিঃ রিঙ্কু রায়
প্রকাশিত তারিখঃ ১৮/১২/২০১৭ (আজ)
***কবি ২ বছর ৬ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২৩৮টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
ওগো নিঠুর মরণ, তুমিযে শ্যামের গড়ন!
শত জ্বালার কায়া, করগো তুমি বরণ।
তুমিতো তাপ জুড়াও, তৃষিত বুক ভরাও,
শান্তির পথ খুঁজে, চির মুক্তিতে জুড়াও।
বিজন পথ হেথা, পাইনে তব দেখা,
কতো কাল বাকি, যাব ওপার একা।
বাতায়নে কাঁদে চাঁদ, পাতে মায়ার ফাঁদ!
হেলায় কাটি বাঁধন, ভাঙি ক্ষয়িত বাঁধ!
টিমটিম দীপ জ্বলে, উদার গগন তলে!
তপ্ত ঝটিকা হানে, হৃদয় দিয়েছি খুলে।
ঝরে স্মৃতির পাতা, যত্নে রাখি বৃথা,
হারায়না কোনো ক্রমে, পিছন নেয় হেথা।
এসোনা ভরাও মোরে, চাবনা পিছে ফিরে।
অঞ্জলি দেব পায়ে,দুখ কুসুমের ভিড়ে।
পরম তৃপ্তি মেলে, হৃদয় দিই তুলে,
সংশয় মুছে ফেলে, বরণ দীপ জ্বেলে।
বন্ধুর চলা পথ, পুরিলোনা মনোরথ।
নামে ব্যর্থ রাত, বাঁধা দৃঢ় শপথ।
ভাঙলো ঝরে সাধন, ক্ষয়িত দিন যাপন।
রোজ সরাই আঁধার, করো মোরে আপন।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে ছন্দের প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
ওগো নিঠুর মরণ, /তুমি শ্যামের গড়ন!=৮/৮
শতক জ্বালার কায়া, /করগো তুমি বরণ।=৮/৮
তুমিতো তাপ জুড়াও,/ তৃষিত বুক ভরাও,=৮/৮
শান্তির পথ খুঁজে, / চির মুক্তি জুড়াও।=৮/৮
এ বিজন পথ হেথা, /পাইনি যে তব দেখা,=৮/৮
কতো কাল বাকি আছে, / যাব ওপারেতে একা।=৮/৮
বাতায়নে কাঁদে চাঁদ, /পেতেছে মায়ার ফাঁদ!=৮/৮
হেলায় কাটি বাঁধন, /ভেঙেছি ক্ষয়িত বাঁধ!=৮/৮
টিমটিম দীপ জ্বলে, /উদার গগন তলে!=৮/৮
তপ্ত ঝটিকা হানে, /হৃদয় দিয়েছি খুলে।=৮/৮
ঝরিছে স্মৃতির পাতা, /যতনেতে রাখি বৃথা,=৮/৮
হারায় না কোনো ক্রমে, /পিছনে এসেছে হেথা।=৮/৮
এসোনা ভরাও মোরে, /চাবনা পিছনে ফিরে।=৮/৮
অঞ্জলি দেব পায়ে,/দুখ কুসুমের ভিড়ে।=৮/৮
পরম তৃপ্তি মেলে, /হৃদয় দিয়েছি তুলে,=৮/৮
সংশয় মুছে ফেলে, /বরণ প্রদীপ জ্বেলে।=৮/৮
বন্ধুর চলা পথ, /পু্রিল না মনোরথ।=৮/৮
নামে যে ব্যর্থ রাত,/ বাঁধা সুদৃঢ় শপথ।=৮/৮
ভাঙলো ঝড়ে সাধন, /ক্ষয়িত দিন যাপন।=৮/৮
রোজ সরাই আঁধার, /করো আমাকে আপন। =৮/৮ -------
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ২ মাত্রা।
গ) পর্ব- ৮ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব- নেই।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ১০ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ২০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - মধ্যম।
ঝ) বিশেষত্ব- গীতি কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- বিরহ মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো। শব্দালংকারে প্রয়োগ আছে।
ঞ)বানান- ঠিক আছে। ঝর > ঝড়
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।