*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ৪৫***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ- ত্রিপদী)*****
কবিতাঃ পৃথিবীর খিদে
কবিঃ স্বপন গায়েন
প্রকাশিত তারিখঃ ১৯/১/২০১৮
***কবি ২ বছর ৮ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৬৪৯টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন। কবি আসরে ‘উদয়ন কবি’ নামে পরিচিত।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
মনের কৌতূহল থমকে দাঁড়িয়ে
দুপুর গড়িয়ে রাত
তৃতীয়ার চাঁদ ডুবেছে কখন
হাঁড়িতে চড়েনি ভাত।
রঙিন শাড়ি বড় অচেনা
শিশুদের চোখে জল
ছিন্ন শাড়ি আজ একাকী
চোখে নেই কোনো ছল।
পৃথিবীর খিদে গরীবের ঘরে
শরীর ভেঙেছে রোগে
পেটের জ্বালা লুকিয়ে পেটে
গরীব শুকিয়ে ভোগে।
সভ্য সমাজ মুখ ফিরিয়ে
কুঁড়েতে জ্বলেনা আলো
উদ্বৃত্ত খাবার কোরোনা নষ্ট
অভুক্ত প্রদীপ জ্বালো।।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
মন কৌতূহল থমকে দাঁড়ায় =৬/৬
দুপুর গড়িয়ে রাত =৮(৬/২)
তৃতীয়ার চাঁদ ডুবেছে কখন=৬/৬
হাঁড়িতে চড়েনি ভাত।=৮(৬/২)
রঙিন সে শাড়ি বড়োই অচেনা=৬/৬
শিশুদের চোখে জল=৮(৬/২)
ছিন্ন বসনেতে আজ যে একাকী=৬/৬
চোখে নেই কোনো ছল।=৮(৬/২)
পৃথিবীর খিদে গরীবের ঘরে=৬/৬
শরীর ভেঙেছে রোগে=৮(৬/২)
পেটের সে জ্বালা লুকিয়েছে পেটে=৬/৬
গরীব শুকিয়ে ভোগে।=৮(৬/২)
সভ্য এ সমাজ মুখ ফিরিয়েছে=৬/৬
কুঁড়েতে জ্বলেনা আলো=৮(৬/২)
উদ্বৃত্ত খাবার কোরো নাকো নষ্ট=৬/৬
অভুক্তে প্রদীপ জ্বালো।।=৮(৬/২)
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৬/৬/৮(৬/২) মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ৪ টি
চ) মিল- পদান্তিক। ২য় ও ৪র্থ চরণ।
ছ) পঙক্তি – ৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- ত্রিপদী।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।