*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ৪২***************
***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ - সনেট)*****
কবিতাঃ কবিতা আমার প্রাণ
কবিঃ অমিতকুমার দত্ত
প্রকাশিত তারিখঃ ২১/১/২০১৮
***কবি বাংলা-কবিতার আসরে ৩ মাস আছেন।কবি আজ পর্যন্ত ২০টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
নিস্তব্ধ এখন সব, নিদ্রাহীন আমি;
পাখী রা আমাকে শুধু, পাগল ঠাউরে;
নিরবতা ভেঙে ডাকে, প্রহরে প্রহরে।
ভাবনারা করে ভিড়, দামি ও অদামী ;
ছন্দ আর কথা সাঁথে, খেলা সারা যামী।
কল্পনারা নিয়ে যায়, টেনে বহুদূরে;
কত রূপ যায় দেখা, এ রাত দুপুরে।
ভাব জমেছে হৃদয়ে, খাতাতে সুনামি।
কবিতাও যায় বলে, ঘুমাও এখন;
সারাদিন থাকি আমি, তোমার মননে;
কোনো কাজে দেখি মন, বসাতে পারোনা।
বাস্তব দহনে তুমি, জ্বলবে যখন;
আমাকে দূষবে জানি, ভোলো এই ক্ষণে।
কবিতা আমার প্রাণ! এ দেহ ছেড়োনা।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
নিস্তব্ধ এখন সব,/ নিদ্রাহীন আমি;=৮/৬
পাখিরা আমাকে শুধু, /পাগল ঠাউরে;=৮/৬
নীরবতা ভেঙে ডাকে,/ প্রহরে প্রহরে।=৮/৬
ভাবনারা করে ভিড়,/ দামি ও অনামি ; =৮/৬
ছন্দ আর কথা সাঁথে, /খেলা সারা যামী।=৮/৬
কল্পনারা নিয়ে যায়,/ টেনে বহুদূরে;=৮/৬
কত রূপ যায় দেখা, /এ রাত-দুপুরে।=৮/৬
ভাব জমেছে হৃদয়ে, /খাতাতে সুনামি।=৮/৬
কবিতাও যায় বলে,/ ঘুমাও এখন;=৮/৬
সারাদিন থাকি আমি,/ তোমার মননে;=৮/৬
কোনো কাজে দেখি মন, /বসাতে পারোনা।=৮/৬
বাস্তব দহনে তুমি, /জ্বলবে যখন;=৮/৬
আমাকে দূষবে জানি,/ ভোলো এই ক্ষণে।=৮/৬
কবিতা আমার প্রাণ! /এ দেহ ছেড়োনা।=৮/৬
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব- ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৬ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-২ টি
চ) মিল- পদান্তিক। সনেটের নিয়মে।
ছ) পঙক্তি - ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - ধীর।
ঝ) বিশেষত্ব- সনেট কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ)কবিতার শ্রেণি- রূপকমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- আর একটু প্রয়োজন।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- প্রয়োজন।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।