*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ৩৩***************
***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ হেঁসেল
কবিঃ শ্রীরূপা লাহিড়ী
প্রকাশিত তারিখঃ ১১/১/২০১৮
***কবি ৪ বছর হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ১০২টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
আঁশবটি - শান, খুন্তির খেল্,
জিও বাংলার সাবেক হেঁসেল !
জিরেমরিচের প্রাণঘাতী ঝাঁজ
ভাতের হাঁড়ির গনগনে আঁচ -----
হলুদের বাটি , কৌটো - বোয়েম,
মহাসমারোহে যন্ত্র কায়েম,
রসনা - লোভন যত উপাদান
শাশুড়ি - মায়ের কঠোর নিদান,
'পানকৌড়ি , ওঠো 'সে ডাঙায় !'
চেনা রেসিপির কে কান ভাঙায়?
হারিয়েছো কিছু? খুঁজে কি পেলে?
পরম্পরার সাবেক হেঁসেলে?
গাছকোমর আর সর্ষের - তেল,---
জিও, বাংলার সাবেক হেঁসেল !!!
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
আঁশবটি - শান,/ খুন্তির খেল্,=৪/৪
জিও বাংলার /সাবেক হেঁসেল ! =৪/৪
জিরেমরিচের /প্রাণঘাতী ঝাঁজ=৪/৪
ভাতের হাঁড়ির /গনগনে আঁচ -----=৪/৪
হলুদ বাটি ,/ কৌটো - বোয়েম,=৪/৪
মহা)সমারোহে /যন্ত্র কায়েম,=৪/৪
রস - লোভন /যত উপাদান=৪/৪
শাশুড়ি - মায়ের /কঠোর নিদান,=৪/৪
'পানকৌড়ি , ও/ঠো 'সে ডাঙায় !'=৪/৪
চেনা রেসিপির /কে কান ভাঙায়?=৪/৪
হারিয়েছ কিছু? /খুঁজে কি পেলে?=৪/৪
পরম্পরার সা/বেক হেঁসেলে?=৪/৪
গাছকোমর আর/ সর্ষের - তেল,---=৪/৪
জিও, বাংলার/ সাবেক হেঁসেল !!! =৪/৪
*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। ৪/৪ মাত্রায় আছে।
কবিতায় সামান্য পরিবর্তন করেছি।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব- ৪/৪ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ -নেই।।
ঘ) চরণ.২ পর্বের
ঙ) স্তবক-.১ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - দ্রুত।
ঝ) বিশেষত্ব- রম্যবোধের কবিতা।
ঞ) মন্তব্য- নেই
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- রম্যবোধ মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- আরও প্রয়োজন ।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।