*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ৩২***************
                                             ***** গদ্য কবিতা*****
কবিতাঃ  ইহাই গণতন্ত্র
কবিঃ তমাল ব্যানার্জি
প্রকাশিত তারিখঃ ১০/১/২০১৮
***কবি ৪ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৩৯টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

ভোর বেলা ট্যাক্সি করে যাচ্ছি
গণতন্ত্র সম্পর্কিত আলোচনা সভায়
যোগ দিতে।
বড় লেখকের কিছু উক্তি নোট করে,
শেষ বারের মতো চোখ বুলিয়ে নিচ্ছি।
হটাৎ রাস্তার উপর একটা জটলায়
গাড়িটা দাঁড়িয়ে গেল।
দেখলাম কিছু লোক পরনে তাদের ছিন্ন বস্ত্র।
কি যেন নিয়ে কড়াকাড়ি করছে।
ড্রাইভার বললো, 'কাল পয়লা জানুয়ারি ছিল।
পড়ে থাকা বাসী খাবার ফেলে দিচ্ছে হোটেল মালিক।
আর ঐ হাড়হাভাতের দল সেগুলো কুড়িয়ে নিচ্ছে।
তাই এত ঠেলাঠেলি আর জটলা'।

অদূরে চারটে কুকুর লকলকে জিভ্ নিয়ে দাঁড়িয়ে।
কাকেরা সশব্দে ওড়াউড়ি করছে।
এক সুবেশা পুরুষ একের পর এক ছবি তুলছে।

হাতে ধরা গণতন্ত্রের উক্তি গুলো
কখন দুমড়ে মুচড়ে ফেলেছি নিজের অজান্তেই।

****** কবির এই কবিতাটি বেশ কাব্যময় ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যভাবনা যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় যথেষ্ট ভাবনাবোধের ও কাব্যিকতার  প্রকাশ মেলে। কবির এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে গদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও সংশোধন-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।

ভোরবেলা /ট্যাক্সি করে যাচ্ছি-
গণতন্ত্র সম্পর্কিত /আলোচনা সভায়
যোগ দিতে।
বড়ো লেখকের /কিছু উক্তি/ নোট করে,
শেষ বারের মতো /চোখ বুলিয়ে নিচ্ছি।
হঠাৎ /রাস্তার উপর /একটা জটলায়
গাড়িটা /দাঁড়িয়ে গেল।
দেখলাম /কিছু লোক /পরনে তাদের /ছিন্নবস্ত্র।
কী যেন নিয়ে /কাড়াকাড়ি করছে।
ড্রাইভার বলল, /'কাল পয়লা জানুয়ারি ছিল।
পড়ে থাকা বাসি খাবার /ফেলে দিচ্ছে /হোটেল মালিক।
আর ওই /হাড়-হাভাতের দল /সেগুলো কুড়িয়ে নিচ্ছে।
তাই এত ঠেলাঠেলি /আর জটলা'।

অদূরে চারটে কুকুর/ লকলকে জিভ নিয়ে দাঁড়িয়ে।
কাকেরা /সশব্দে ওড়াউড়ি করছে।
এক সুবেশা পুরুষ /একের পর এক ছবি তুলছে।

হাতে ধরা গণতন্ত্রের/ উক্তি গুলো
কখন দুমড়ে মুচড়ে ফেলেছি /নিজের অজান্তেই।
------------------------------------------------------------------------------------------
কবিতার বৈশিষ্ট্য-
ক) গদ্যভিত্তিক কবিতা।
খ) ভাষার স্বাভাবিক বাগভঙ্গি এখানে প্রকাশিত। ভাষা সহজ ও সাদা মাঠা।
গ) মুক্ত চিন্তার আলোকে কবিতাটি লেখা।
ঘ) কবিতা প্রকাশপদ্ধতি খুব ভালো ও সামঞ্জস্যপূর্ণ।
ঙ) বাক্য- দীর্ঘ ও স্বাধীন।
চ) ছন্দ- ভাব ছন্দ
ছ) বাক্যাংশ- সুসংহত, সুনিয়ন্ত্রিত ও কাব্যগুণ সম্পন্ন।
জ) মিত্রাক্ষরহীন।
ঝ) একটা অস্পষ্ট ধ্বনি ঝংকার আছে।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- প্রয়োজন নেই।
জ)ছেদ যতি-  পরিবর্তন যোগ্য।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- হটাৎ > হঠাৎ। কড়াকড়ি > কাড়াকাড়ি । বাকি ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।