*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ তিন***************
                                             ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দঃ সনেট)*****
কবিতাঃ  স্মৃতিসৌধ
কবিঃ ইমরান ইসলাম
প্রকাশিত তারিখঃ ১৩/১২/২০১৭ (আজ)
***কবি ইমরান ইসলাম বাংলা-কবিতায় নতুন যোগ দিয়েছেন।কবি আজ পর্যন্ত ২৪টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
স্মৃতিসৌধ, তুমি মোর প্রাণে পীড়াসুর
সততই তুমি স্থির- শহিদ স্মরণে
তোমার টানে ব্যথিত এ প্রাণ প্রচুর-
উন্মাদ । শহিদ-শোকে শ্রদ্ধা ও চরণে।
তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুভি মোর খুব কাছে, নও অতিদূর
সত্যিই তুমি জাগ্রত করো- স্মৃতিচূড়
প্রতিশোধের আগুন জ্বালো সব মনে।

হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে বরি-
কেনো যাও তাঁরে ভুলে, দেশের কারণে-
রঞ্জিত হয়েছে- ঢেলে তাজা রক্ত-ঝরি
চেতনার বাস্তবতা দাও নিঃসরণে
স্বপ্ন পুরণ নাকরে, শ্রদ্ধা কিছু ক্ষণে?
কোথা পাবো তাঁরে? জাগো না অনুসরণে!
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-

স্মৃতিসৌধ, তুমি মোর /প্রাণে পীড়াসুর=৮/৬
সততই তুমি স্থির- /শহিদ স্মরণে=৮/৬
তোমার টানে ব্যথিত /এ প্রাণ প্রচুর-=৮/৬
উন্মাদ । শহিদ-শোকে /শ্রদ্ধা ও চরণে।=৮/৬
তোমার স্মৃতি কাঁদায় /রক্তভেজা রণে=৮/৬
তুমি মোর খুব কাছে, /নও অতিদূর=৮/৬
সত্যিই তুমি জাগ্রত /করো- স্মৃতিচূড়=৮/৬
প্রতিশোধের আগুন /জ্বালো সব মনে।=৮/৬

হায়রে অবুঝ মন- /শুধু পুষ্পে বরি-=৮/৬
কেনো যাও তাঁরে ভুলে,/ দেশের কারণে-=৮/৬
রঞ্জিত হয়েছে- ঢেলে /তাজা রক্ত-ঝরি=৮/৬
চেতনার বাস্তবতা /দাও নিঃসরণে=৮/৬
স্বপ্ন পুরণ না করে, /শ্রদ্ধা কিছু ক্ষণে?=৮/৬
কোথা পাবো তাঁরে? জাগো/ না অনুসরণে!=৮/৬
          -------
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব-  ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব- ৬ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ২ টি
চ) মিল- ক খ ক খ খ ক ক খ /গ ঘ গ ঘ ঙ ঙ।
ছ) পঙক্তি – ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব-  সনেট কবিতা।
ঞ) মন্তব্য- খুব সুন্দর।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- দেশাত্মমূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  গ্রহণযোগ্য।
ঝ)অলঙ্কার- ভালো।
ঞ)বানান- ঠিক আছে। তুভি > তুমি।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।