*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ২২***************
                                             ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  তিনমূর্তি
কবিঃ অজিতকুমার কর
প্রকাশিত তারিখঃ ৩০/১২/২০১৭
***কবি ২ বছর হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৫৯৮টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

সাগরের বুকে যত ঢেউ ওঠে নামে
লেখা থাকে কত কথা ভরা নীল খামে।
নিশিদিন অবিরাম কী খবর আনে
বোঝা কি সহজে যায় কিবা তার মানে।
কখন কীভাবে ওঠে কতটা গভীরে
কী কারণে এত ক্ষোভ ওগরায় তীরে।
অপার রহস্যে ঘেরা ওর গতিবিধি
অতলান্ত সাগরের যেন প্রতিনিধি।
বাতাসের সাথে আছে ওর যোগাযোগ
সঠিক বুঝতে পারে কেন দুর্যোগ।
দুয়ে মিলে একযোগে তোলে তোলপাড়
সবকিছু তছনছ মেলে নাকো  ছাড়।
রবির কিরণ সেও ওদের দোসর
ত্রিফলার কত জোর জানে চরাচর।

****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
সাগরের বুকে যত /ঢেউ ওঠে নামে=৮/৬
লেখা থাকে কত কথা /ভরা নীলখামে।=৮/৬
নিশিদিন অবিরাম/ কী খবর আনে!=৮/৬
বোঝা কি সহজে যায়/ কিবা তার মানে।=৮/৬
কখন কীভাবে ওঠে /কতটা গভীরে=৮/৬
কী কারণে এত ক্ষোভ/ ওগরায় তীরে।=৮/৬
অপার রহস্যে ঘেরা /ওর গতিবিধি=৮/৬
অতলান্ত সাগরের /যেন প্রতিনিধি।=৮/৬
বাতাসের সাথে আছে/ ওর যোগাযোগ=৮/৬
সঠিক বুঝতে পারে /সময় দুর্যোগ।=৮/৬
দুয়ে মিলে একযোগে/ তোলে তোলপাড়=৮/৬
সবকিছু তছনছ /মেলে নাকো  ছাড়।=৮/৬
রবির কিরণ সেও /ওদের দোসর=৮/৬
ত্রিফলার কত জোর/ জানে চরাচর।=৮/৬
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব-  ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৬ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ১ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব-  পয়ার বা পাঁচালি সুরের কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ)কবিতার শ্রেণি- মানবতামূলক (রূপক)
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ভালো।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।