*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ২১***************
***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ কালের বলদ
কবিঃ খলিলুর রহমান
প্রকাশিত তারিখঃ ৩১/১২/২০১৭
***কবি ১ বছর ১০ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৪৮১টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
আগের যুগে কলুর বলদ ঘুরতো টেনে ঘানি
বুঝতে যাতে না পারে সে, বাঁধতো চোখ দু'খানি।
হাঁটছে সোজা ভেবেই তারা ঘুরতো চক্রাকারে
সরষে কণার প্রতিবিন্দু ঝরতো তৈলাধারে।
একটি ফোঁটাও সে তেল থেকে মাখতে বলদ পেতো?
ভাগ্যগুনে কোন বলদ তার কিছু খইল খেতো।
কলুর ঘানি-বলদ গেছে, বদলে গেছে দিন
কলুর বলদ আর ঘোরে না, ঘুরায় ঘানি মেশিন।
কালের বলদ ঘুরায় তবু এই সমাজের ঘানি
দিনে দু'বার খইল পেতে সব জীবন করে পানি।
চোখ দু'টিতে বাঁধা আছে রঙিন ভোগের ঠুসি
পাওয়ার যা সব পাবে ভেবেই ঘুরছে সদাই খুশী।
চতুর ক'জন অলস বসে তেলের বানে ভাসে
মধ্যে মাঝে দু'মুঠো খইল ছড়িয়ে দিয়ে হাসে।
কালের বলদ টানছে ঘানি - খেটে খাওয়া মানুষ
যুগের পরে যুগ চলে যায়, পুড়ছে তারাই তুষ।
কালের বলদ! খুলবি কবে পুজিবাদীর ঠুসি
তেলের সমান ভাগটা পেলে তবেই হবি খুশী?
নতুন বছর ডাকছে যে ওই, আয়রে কালের বলদ
চোখ খুলে আজ ভাঙতে হবে এই সমাজের গলদ।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
আগের যুগে /কলুর বলদ /ঘুরতো টেনে/ ঘানি=৪/৪/৪/২
বুঝতে যাতে/ না পারে সে,/ বাঁধতো চোখ দু'/খানি।=৪/৪/৪/২
হাঁটছে সোজা /ভেবেই তারা/ ঘুরতো চক্রা/কারে=৪/৪/৪/২
সরষে কণার /প্রতিবিন্দু /ঝরতো তৈলা/ধারে।=৪/৪/৪/২
একটি ফোঁটাও /সে তেল থেকে/ মাখতে বলদ /পেত?=৪/৪/৪/২
ভাগ্যগুণে /কো্নো বলদ /তার কিছু খইল /খেত।=৪/৪/৪/২
কলুর ঘানি-/বলদ গেছে,/ বদলে গেছে/ দিন=৪/৪/৪/১
কলুর বলদ/ আর ঘোরে না, /ঘুরায় তেল মে/শিন।=৪/৪/৪/১
কালের বলদ/ ঘুরায় তবু /এই সমাজের /ঘানি=৪/৪/৪/২
দিনে দু'বার/ খৈল পেতে /জীবন করে/ পানি।=৪/৪/৪/২
চোখ দু'টিতে /বাঁধা আছে/ রঙিন ভোগের/ ঠুসি=৪/৪/৪/২
পাওয়ার কথা / ভেবে সবাই/ হচ্ছে সদাই/ খুশি।=৪/৪/৪/২
চতুর ক'জন/ অলস বসে /তেলের বানে/ ভাসে=৪/৪/৪/২
মধ্যে মাঝে /দু'মুঠো খইল/ ছড়িয়ে দিয়ে/ হাসে।=৪/৪/৪/২
কালের বলদ /টানছে ঘানি -/ খেটে খাওয়া /মানুষ=৪/৪/৪/২
যুগের পরে/ যুগ চলে যায়,/ পুড়ছে তারা /বেহুস।=৪/৪/৪/২
কালের বলদ!/ খুলবি কবে /পুজিবাদীর/ ঠুসি=৪/৪/৪/২
তেলের সমান/ ভাগটা পেলে/ তবেই হবি /খুশি?=৪/৪/৪/২
নতুন বছর /ডাকছে যে ওই,/ আয়রে কালের /বলদ=৪/৪/৪/২
চোখটি খুলে / ভাঙতে হবে/ এই সমাজের /গলদ।=৪/৪/৪/২
*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। ৪/৪/৪/১-২ মাত্রায় আছে।
কবিতায় সামান্য পরিবর্তন করেছি।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব- ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।
ঘ) চরণ-৪ পর্বের
ঙ) স্তবক- ৫ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ২০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - দ্রুত।
ঝ) বিশেষত্ব- মানবিক বোধের কবিতা।
ঞ) মন্তব্য- নেই
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতাবোধ মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- আরও প্রয়োজন ।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।