*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ২০***************
                                             ***** গদ্য কবিতা*****
কবিতাঃ  নিকানো উঠোন
কবিঃ গোলাম রহমান
প্রকাশিত তারিখঃ ২৮/১২/২০১৭
***কবি ১ বছর ১১ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৩৮৯টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

মাটির সানকিতে মাখানো এক মুঠো ভাত
নিভু নিভু কুপির আলোয়ে বসা
উদাসিনী নারী এক
কাঁপা কাঁপা হাতে তুলে নেয়
দুই এক গ্রাস ভাত মুখে তার;
কাতর পুরুষ এক ছুটে এসে তড়িঘড়ি
খুবলে নিয়ে কিছুটা ভাত
গিলে গোগ্রাসে
নারী নির্বিকার।
তারপর রাতের আঁধারে
দেহটাও খুবলে খাবে পুরুষ হারমোদ!
বিষণ্ণ মলিন এক ফালি চাঁদ
উঁকি দেয় ভাঙগা চালার ফাঁকে...
অবলার নাই কোনও বিকার
এ ভাবেই কেটে যায় নারীর জীবন
ভোরের আলোয়ে নিকানো উঠোন......
****** কবির এই কবিতাটি বেশ কাব্যময় ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যভাবনা যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় যথেষ্ট ভাবনাবোধের ও কাব্যিকতার  প্রকাশ মেলে। কবির এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে গদ্য রূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও সংশোধন-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।

মাটির সানকিতে /মাখানো এক মুঠো ভাত
নিভু নিভু /কুপির আলোয়ে বসা
উদাসিনী নারী এক
কাঁপা কাঁপা হাতে /তুলে নেয়
দুই এক গ্রাস /ভাত মুখে তার;
কাতর পুরুষ /এক ছুটে এসে তড়িঘড়ি
খুবলে নিয়ে /কিছুটা ভাত
গিলে গোগ্রাসে
নারী নির্বিকার।
তারপর /রাতের আঁধারে
দেহটাও খুবলে খাবে/ পুরুষ হারমোদ!
বিষণ্ণ মলিন /একফালি চাঁদ
উঁকি দেয় /ভাঙা চালার ফাঁকে...
অবলার নাই /কোনও বিকার
এ ভাবেই কেটে যায় /নারীর জীবন
ভোরের আলোয়/ নিকানো উঠোন......
------------------------------------------------------------------------------------------
৩)কবিতার বৈশিষ্ট্য-
ক) গদ্য ভিত্তিক কবিতা।
খ) ভাষার স্বাভাবিক বাগভঙ্গি এখানে প্রকাশিত। ভাষা সহজ ও সাদা মাঠা।
গ) মুক্ত চিন্তার আলোকে কবিতাটি লেখা।
ঘ) কবিতা প্রকাশপদ্ধতি খুব ভালো ও সামঞ্জস্যপূর্ণ।
ঙ) বাক্য- দীর্ঘ ও স্বাধীন।
চ) ছন্দ- ভাব ছন্দ
ছ) বাক্যাংশ- সুসংহত, সুনিয়ন্ত্রিত ও কাব্যগুণ সম্পন্ন।
জ) মিত্রাক্ষরহীন।
ঝ) একটা অস্পষ্ট ধ্বনি ঝংকার আছে।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতা মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- প্রয়োজন নেই।
জ)ছেদ যতি-  পরিবর্তন যোগ্য।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।