*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ১৭***************
***** পদ্য কবিতা (মাত্রাবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ মহা ঔষধি
কবিঃ বিশ্বজিৎ শাসমল
প্রকাশিত তারিখঃ ২২/১২/২০১৭
***কবি ১ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৩৩টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
----------------------------------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
আজব উপায় বলে মনিরুল বৈদ্য
জ্বর হলে ভোরে গেলো গোবরের সিদ্ধ
ফড়িঙের ঘি নাও আঁচ পরে কালিয়ে
রোজ যদি খেতে পারো যাবে বাত পালিয়ে।
মূলোর ছালকে বেটে রোদে নাও ফেটিয়ে
কাঁচা লঙ্কার কুচো দাও বেশ ছিটিয়ে
খাওয়া পরে জলে গুলে খাও ভরা পেটেতে
চাও যদি একমাসে বিশ কেজি হটাতে।
ছাগলের শিঙে নাও মধু-নুন মাখিয়ে
চেটেপুটে সাফ করো দুই কান ঢাকিয়ে
নিমগোলা জল খেয়ে শুয়ে যাও পেল্লায়
চকচকে দাঁত পেতে এর কোনো জুড়ি নাই।।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে ছন্দের প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
আজব উপায় বলে /মনিরুল বৈদ্য=৮/৭
জ্বর হলে ভোরে গেলো /গোবরের সিদ্ধ=৮/৭
ফড়িঙের ঘি০ নাও /আঁচ পরে কালিয়ে=৮/৭
রোজ যদি খেতে পারো /যাবে বাত পালিয়ে।=৮/৭
মূলোর ছালকে বেটে /রোদে নাও ফেটিয়ে=৮/৭
কাঁচা লঙ্কার কুচো /দাও বেশ ছিটিয়ে=৮/৭
খাওয়া পরে জলে গুলে/ খাও ভরা পেটেতে=৮/৭
চাও যদি একমাসে /বিশ কেজি হটাতে।=৮/৭
ছাগলের শিঙে নাও /মধু-নুন মাখিয়ে=৮/৭
চেটেপুটে সাফ করো /দুই কান ঢাকিয়ে=৮/৭
নিমগোলা জল খেয়ে /শুয়ে যা পেল্লায়=৮/৭
চকচকে দাঁত পেতে /কোনো জুড়ি নাই।।=৮/৭
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে পরিমার্জন করা হয়েছে।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- মাত্রাবৃত্ত ছন্দ / কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ২ মাত্রা।
গ) পর্ব- ৮/৭ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৭ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক-৩ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - মধ্যম।
ঝ) বিশেষত্ব- ঘি০= ২ মাত্রায়, খাওয়া > খায়া ২ মাত্রা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মজার ছড়া মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- ঠিক আছে।
ঝ)অলঙ্কারঃ ভালো। শব্দালংকারে প্রয়োগ আছে।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।