*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ১৫***************
***** পদ্য কবিতা (স্বরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ নকল- সাত
কবিঃ ফয়েজ উল্লাহ রবি
প্রকাশিত তারিখঃ ১৮/৯/২০১৭
***কবি ২ বছর ৩ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ২৩৮টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে অনিয়মিত লিখছেন। কবি আসরে ‘পারিজাত’ নামে পরিচিত।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
বন্যা নকল ঝর্ণা নকল
নকল জলের ধারা,
দেখা নকল শেখা নকল
নকল পাগলপারা।
বাড়ী নকল গাড়ী নকল
নকল পথ চলা,
চাঁদ নকল রাত নকল
নকল কথা বলা।
‘বাবা’ নকল দাবা নকল
ভন্ডের কারখানা,
জ্যেষ্ঠ নকল সূক্ষ্ণ নকল
মিথ্যের বাঁধে দানা।
যুদ্ধ নকল শুদ্ধ নকল
নকল মেশিনগান,
ভয় নকল ক্ষয় নকল
নকল যে ঈমান।
সত্য নকল মিথ্যে নকল
আর কতো বলি,
পাই যা খাঁটি আসল যতো
তার সাথে পথ চলি।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। কবির এই কবিতাটি পদ্যরূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বন্যা নকল /ঝর্ণা নকল=৪/৪
নকল জলের/ ধারা,=৪/২
দেখা নকল/ শেখা নকল=৪/৪
নকল পাগল/পারা।=৪/২
বাড়ী নকল /গাড়ী নকল=৪/৪
নকল পথটি/ চলা,=৪/২
চাঁদনি নকল /রাতটি নকল=৪/৪
নকল কথা /বলা।=৪/২
‘বাবা’ নকল /দাবা নকল=৪/৪
ভন্ডের কার/খানা,=৪/২
জ্যেষ্ঠ নকল/ সূক্ষ্ণ নকল=৪/৪
মিথ্যের বাঁধে/ দানা।=৪/২
যুদ্ধ নকল/ শুদ্ধ নকল=৪/৪
নকল মেশিন/গান,=৪/১
ভয় যে নকল/ ক্ষয় যে নকল=৪/৪
নকল যে ঈ/মান।=৪/১
সত্য নকল/ মিথ্যে নকল=৪/৪
আর কতো বা /বলি,=৪/২
পাই যা খাঁটি/ আসল যতো=৪/৪
তার সাথে পথ/ চলি।=৪/২
*** কবির এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। ৪/৪/৪/১-২ মাত্রায় আছে।
কবিতায় সামান্য পরিবর্তন করেছি।
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব- ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ১ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১০ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় - দ্রুত।
ঝ) বিশেষত্ব- মানবিক বোধের কবিতা।
ঞ) মন্তব্য- নেই
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতাবোধ মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি- আরও প্রয়োজন ।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।