*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ১৪***************
                                             ***** পদ্য কবিতা (অক্ষরবৃত্ত ছন্দ)*****
কবিতাঃ  কথা অমৃত - ১৩৩
কবিঃ মোনায়েম সাহিত্য
প্রকাশিত তারিখঃ ২১/১২/২০১৭
***কবি ১ বছর ৪ মাস হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৪৩৩টি কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

গলাতে মালা পরেছে, কপালেতে টিকি
দেখে তাই ধরে নেবে, হিন্দু সে ঠিকই!  
পাজামা-পাঞ্জাবী পরে দাড়ি ধরে রেখে
হয়ে গেলো মুসলিম সে সবদিক থেকে!
লম্বা আলখাল্লা সমেত ক্রস পরে গলায়
বোঝালো খ্রিষ্টানই সে, যিশুর ধর্মতলায়!
কঠিন চীবর গায়ে পরে যায় প্যাগোডায়  
তাই বুঝি আপাদমস্তক বৌদ্ধ হয়ে যায়!
শুধু পোশাকেই ধরে নিলে ধার্মিক তারে?
শুধু দেহ বসন কি ধার্মিকতা হতে পারে?
মনে-প্রাণে কাজেকর্মে ধর্ম মানে সর্বক্ষণ
সততা-মানবিকতায় পূর্ণ ধার্মিক সে জন।
****** কবির এই কবিতাটি বেশ সুন্দর। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।
গলাতে পরেছে মালা,/ কপালেতে টিকি=৮/৬
দেখে তাই ধরে নেবে,/ হিন্দু সে ঠিকই! =৮/৬
পাজামা-পাঞ্জাবী পরে /দাড়ি ধরে রেখে=৮/৬
হয়ে গেল মুসলিম /সবদিক থেকে!=৮/৬
লম্বা আলখাল্লা সহ/ ক্রস পরে গলে=৮/৬
বোঝাল খ্রিষ্টান সেই, /যিশু ধর্মতলে!=৮/৬
কঠিন চীবর গায়ে /পরে প্যাগোডায় =৮/৬
আপাদমস্তক বুঝি/বৌদ্ধ হয়ে যায়!=৮/৬
পোশাকেই ধরে নিলে /ধর্মকর্তা তারে?=৮/৬
দেহের বসন শুধু /ধার্মিকতা নারে?=৮/৬
মনে-প্রাণে কাজেকর্মে/ ধর্ম  সর্বক্ষণ=৮/৬
সততা-মানবিকতা / ধার্মিক সে জন।=৮/৬
------------------------------------------------------------------------------------------
৩) ছন্দ বিশ্লেষণঃ
ক) ছন্দ রীতি- অক্ষরবৃত্ত ছন্দ / মিশ্রবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- আগে ও মাঝে ১ মাত্রা, পরে ২ মাত্রা।
গ) পর্ব-  ৮/৬ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৮ মাত্রা, অপূর্ণ পর্ব-৬ মাত্রা।
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ১ টি
চ) মিল- পদান্তিক
ছ) পঙক্তি - ১২ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।
জ) লয় -  ধীর।
ঝ) বিশেষত্ব-  পয়ার বা পাঁচালি সুরের কবিতা।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- মানবতামূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- যথার্থ।
জ)ছেদ যতি-  ভালো।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।