*************আসরের কবিতার ছন্দ বিশ্লেষণ ও অন্যান্যঃ ১৩***************
                                             ***** গদ্য কবিতা*****
কবিতাঃ  ওখানেই মা শুয়ে আছে
কবিঃ গৌরাঙ্গসুন্দর পাত্র
প্রকাশিত তারিখঃ ২৩/১২/২০১৭ (আজ)
***কবি ৩ বছর হল বাংলা-কবিতার আসরে আছেন। কবি আজ পর্যন্ত ৫১১টি  কবিতা এই সাইটে লিখেছেন। কবি আসরে নিয়মিত লিখছেন।
-------------------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ

শত শত আকাঙ্ক্ষাই দল বেঁধে আসে
বার বার মনের দুয়ারে ।
তাদের দাপটে দমকা হাওয়ার স্পর্শে
পূজার প্রদীপ নিভে যায়
আমার বিষণ্ন বিপন্ন  সন্ধ্যা ক্লান্তি নিয়ে ঘামে ।
ধীর পায়ে হেঁটে যাই যে বন্ধুর পথে
কণ্টকাকীর্ণ সেই পথে গুটিকয়  ইন্দ্রিয় হাঁটেনি ।
গ্রামের সেই ভিটেমাটি আতুড় ঘরের কাছে এসে  বার বার ভ্রু কুচকে ভাবি
এটাই আমার ঘর
ওখানেই মায়ের কান্না লেগে আছে
স্তব্ধ আছে আমার প্রথম ক্রন্দন ,
ওখানেই মা শুয়ে আছে ।
আকাঙ্ক্ষার হয়েছে লয় হয়তো সেখানে
সেখানেই ফিরে যাবো মাগো
স্পন্দিত নদীর বুক ছেড়ে সেই স্তব্ধতায় ।

****** কবির এই কবিতাটি বেশ কাব্যময় ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যভাবনা যথার্থ। কবিতাটি পাঠকের অনেক ভালোলাগা ও ভালোবাসায় পূর্ণ। কবিতায় যথেষ্ট ভাবনাবোধের ও কাব্যিকতার  প্রকাশ মেলে। কবির এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে গদ্য রূপে লেখা।
-----------------------------------------------------------------------------------
২)পর্ব বিভাজন ও সংশোধন-
বিঃ দ্রঃ **মূল কবিতাকে  প্রয়োজনে কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।

শত শত আকাঙ্ক্ষায় /দল বেঁধে আসে
বার বার /মনের দুয়ারে ।
তাদের দাপটে /দমকা হাওয়ার স্পর্শে
পূজার প্রদীপ /নিভে যায়
আমার বিষণ্ন বিপন্ন সন্ধ্যা/ ক্লান্তি নিয়ে ঘামে ।
ধীর পায়ে হেঁটে যাই/ যে বন্ধুর পথে
কণ্টকাকীর্ণ সেই পথে /গুটিকয়  ইন্দ্রিয় হাঁটেনি ।
গ্রামের সেই ভিটেমাটি /আঁতুড় ঘরের কাছে এসে/  বার বার ভ্রু কুচকে ভাবি
এটাই আমার ঘর
ওখানেই মায়ের কান্না /লেগে আছে
স্তব্ধ আছে /আমার প্রথম ক্রন্দন ,
ওখানেই মা শুয়ে আছে ।
আকাঙ্ক্ষার হয়েছে লয়/ হয়ত সেখানে
সেখানেই ফিরে যাব মাগো
স্পন্দিত নদীর বুক/ ছেড়ে সেই স্তব্ধতায় ।
------------------------------------------------------------------------------------------
৩)কবিতার বৈশিষ্ট্য-
ক) গদ্য ভিত্তিক কবিতা।
খ) ভাষার স্বাভাবিক বাগভঙ্গি এখানে প্রকাশিত। ভাষা সহজ ও সাদা মাঠা।
গ) মুক্ত চিন্তার আলোকে কবিতাটি লেখা।
ঘ) কবিতা প্রকাশপদ্ধতি খুব ভালো ও সামঞ্জস্যপূর্ণ।
ঙ) বাক্য- দীর্ঘ ও স্বাধীন।
চ) ছন্দ- ভাব ছন্দ
ছ) বাক্যাংশ- সুসংহত, সুনিয়ন্ত্রিত ও কাব্যগুণ সম্পন্ন।
জ) মিত্রাক্ষরহীন।
ঝ) একটা অস্পষ্ট ধ্বনি ঝংকার আছে।
ঞ) মন্তব্য- খুব ভালো।
------------------------------------------------------------------------------------
৪) অন্যান্যঃ
ক)বিষয় নির্বাচন- ভালো
খ) কবিতার শ্রেণি- বিরহ মূলক
গ)কবিতার নামকরণ ও কবিতার মূল অর্থ- যথার্থ ও সুন্দর।
ঘ)কবিতার কাব্যিকতা- ভালো।
ঙ)কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
চ)ভাষা প্রয়োগ- ঠিক আছে।
ছ)অন্ত্যমিল- প্রয়োজন নেই।
জ)ছেদ যতি-  পরিবর্তন যোগ্য।
ঝ)অলঙ্কারঃ ভালো।
ঞ)বানান- ঠিক আছে।
----------------------------------------------------------------------------------
৫) মন্তব্য /পরামর্শ / অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।