ছন্দ ও কবিতার পাঠ ––<পর্ব-৫, ভাগ-৫০>  –  আসুন লিখি অক্ষরবৃত্ত ছন্দে    
---ড. সুজিতকুমার বিশ্বাস
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি মিমি মহাশয়াকে।            
------------------------------------------------------------------------------
পর্ব ৫ এর এযাবৎ আলোচনা অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে আবদ্ধ। অক্ষরবৃত্ত ছন্দের নানা দিক নিয়ে এই দশটি ভাগে আলোচনা করা হয়েছে। আজ এই পর্বের শেষে এসে গেছি আমরা। তাই আজ আসুন সবাই অক্ষরবৃত্ত ছন্দে কবিতা লিখি।
নানা পর্ব মেনে আমি যা লিখেছি সেগুলি আর একবার আমাদের লেখার সুবিধায় দেখে নিই। তারপর আমরা সেই নিয়ম মেনে লেখতে থাকি।    
                      ।১।
সেদিনের বাতাসেতে/ আমার প্রণয়গান/ হয় প্রকাশিত
মহুল গাঁয়ের পথে; /সেদিন শ্রাবণকালে /স্রোত দুজনায়-
কতই অবুঝ আমি!/ তোমার প্রণয় মায়া /ছিল ভাবনায়;
মনেতে স্বপ্ন তোমার, /গোপনসোহাগ দেহে/ ছিল আচ্ছাদিত
রাঙা সেই পথ পরে- /অপরাহ্ন মহিমায় /তুমি আমোদিত!
শতেক বাগিচাদল/ আমোদে করেছে গান/ কত শোভা পায়-
অজানার বকুলেতে/ তুমি আমি হেঁটে গেছি /সেই পথ ছায়;
ধরা ছিলে আঁখি পারে /সবুজবুকের মাঝে /কতই লজ্জিত! (সং)
পর্ব- ৮/৮/৬;  কবিতাঃ প্রণয়গান ---ড. সুজিতকুমার বিশ্বাস
                     ।২।
প্রতীক্ষায় বসে থাকা! /সারাদিনক্ষণ
কেটে যায় স্বাভাবিক; /তুমি যে আসবে-
মনে এই বাসনাটি! /স্বপ্ন চিরন্তন-
লক্ষ্যে পথে এসে, জানি/ যে ভালোবাসবে;
একদিন মনপথে/ তোমার অপেক্ষা,
ব্যর্থ এ জীবন মাঝে /ধরো মোর হাত;
তোমার কাছেতে পাই,/ জীবনের শিক্ষা-
সেই ইচ্ছাতেই জানি/ উদিছে প্রভাত। (সং)
পর্ব- ৮/৬;  কবিতাঃ অপেক্ষাযাপন ---ড. সুজিতকুমার বিশ্বাস
                     ।৩।
কিছুতেই মন থেকে/ ছবিটা মোছেনা
তোমার! আসলে মন/ জুড়ে থাকা গান-
ছিলে তুমি, বিনামেঘে /ডুবিল সাম্পান!
তব কণ্ঠে লোকভাষা/ সবার প্রার্থনা-
সবাকার ক্লান্তি মনে;/ সুর কত চেনা
আধমরা গানেতেই! /পাগল প্রমাণ
করেছ যে নিজেকেই; /রাখো অবদান
ও পল্লির পথে পথে-/ ‘দোহারে’তে জানা।

সেদিন সকাল ছিল/ বেশ! পলাশের
রঙে ছিল রাঙা, নব/ দিনে নব প্রাণ-
মাতানো প্রভাতখানি/ ছিল বসন্তের;
হৃদয় মাঝারে প্রেম /বুঝি ম্রিয়মাণ।
তোমার মনের প্রেম /ছড়ালে দুর্দিনে-
বাঁশিটা তুলে রেখেছি/ তোমার স্মরণে।
পর্ব- ৮/৮/৬; কবিতাঃ কালিকাপ্রসাদ ---ড. সুজিতকুমার বিশ্বাস

এভাবেই লিখে ফেলুন মনের মাধুরি মিশিয়ে নানা কবিতা এই ছন্দে।  
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর      
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।