ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৫, ভাগ-৪৩>  – কেন কবিতাগুলি অক্ষরবৃত্ত ছন্দের  
---ড. সুজিতকুমার বিশ্বাস  
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি আজগর আলি মহাশয়কে।  
-----------------------------------------------------------------------------      
গত ১১/০১/২০১৯ তারিখে আসরের কবিদের ও গত ১৫/০১/২০১৯ তারিখে বিখ্যাত কবিদের বেশ কিছু কবিতা আমার আলোচনায় ছন্দ শেখার প্রয়োজনে তুলে ধরেছি। আজ দেখাব এই কবিতাগুলি কেন অক্ষরবৃত্ত ছন্দের। আগে উদাহরণ পরে নিয়ম-নীতি; এখানেও আমি সেই সূত্র অবলম্বন করছি।  আগে কবিতাগুলির ধরন জেনে নিই। নীচে ১০টি কবিতার পর্ব বিশ্লেষণ করে দেখানো হল।  

১। "মহাভারতের কথা /অমৃত সমান=৮/৬
কাশীরাম দাস কহে /শুনে পুণ্যবান।"=৮/৬
--------কাশীরাম দাস।

২। "সম্মুখ সমরে পড়ি /বীর চূড়ামণি=৮/৬
বীরবাহু, চলি যবে /গেলা যমপুরে।"=৮/৬
-------মধুসূদন দত্ত।

৩। "আবার আসিব ফিরে /ধান সিঁড়িটির তীরে-/ এই বাংলায়=৮/৮/৬
হয়তো মানুষ নয় /হয়তো বা শঙ্খচিল /শালিকের বেশে।"=৮/৮/৬
-------জীবনানন্দ দাশ।

৪। "পাখি সব করে রব /রাতি পোহাইল=৮/৬
কাননে কুসুমকলি /সকলি ফুটিল।।"=৮/৬
--------মদনমোহন তর্কালঙ্কার।

৫। "আমাদের ছোটোনদী /চলে বাঁকে বাঁকে=৮/৬
বৈশাঁখ মাসে তার/ হাঁটু জল থাকে।" =৮/৬
-----রবীন্দ্রনাথ ঠাকুর।

৬। “কোথা হতে আসো তুমি,/কোথা চলে যাও!=৮/৬
ক্ষণেক কাঁদিয়া নিজ,/সবারে হাসাও।=৮/৬
বাতাসের সাথে ভাসি /যাও তুমি কোথা!=৮/৬
কাহারে শোনাও তুমি অশ্রুসিক্ত ব্যথা?” =৮/৬  ---মনোজ ভৌমিক

৭। “ঝরে ঝরে পড়ে জল /বসে আছি ঘরে,=৮/৬
কালো রেখা দেয় দেখা /মেঘেদের তরে।=৮/৬
কিছু হাঁস কাদা জলে /এক মনে খেলে।=৮/৬
অতীতের কত কথা/ মনে ছায়া ফেলে।“=৮/৬ --- মিলেটস

৮। “বহু পথ পাড়ি দিয়ে,/ ছোট কোন গাঁয়ে;=৮/৬
গেছি কারো নিমন্ত্রণে,/ উপলক্ষ বিয়ে।=৮/৬
আঁকাবাঁকা চাপা পথ, /বাঁশবন দিয়ে;=৮/৬
হেঁটে হেঁটে যেতে হয়,/ চারদিক চেয়ে।“ =৮/৬ ----শাহিন আলম সরকার

৯। “গাছের ছায়ায় ঘেরা /ছোটো মোর গ্রাম,=৮/৬
রাখাল বাজায় বাঁশি /ভরে মনপ্রাণ।=৮/৬
গাঁয়ের মাটিতে ফলে /সোনার ফসল,=৮/৬
গাঁয়ের দিঘিতে ফোটে /কুমুদ কমল।"=৮/৬ --লক্ষ্মণ ভাণ্ডারী

১০। “কবিতার বুলি যার /নিঃশ্বাস আর প্রশ্বাস=৮/৮
নাড়ি টেপা ডাক্তার না; /কবি সুজিত বিশ্বাস=৮/৮
ধার আছে লেখনীতে - /কী ছন্দ কিবা সনেটে=৮/৮
একেএকে, কবিদের /তুলে আনে পাতা হেঁটে।“ =৮/৮-- অনিরুদ্ধ বুলবুল

***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।