ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৫, ভাগ-৪২> – ছন্দে বিখ্যাত কবিদের কিছু কবিতা
---ড. সুজিতকুমার বিশ্বাস
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি পিনাকী অধিকারী মহাশয়কে।
------------------------------------------------------------------------------
আজ একই ছন্দের বেশ কিছু বিখ্যাত কবিদের লেখা কবিতা পাঠ করে নিই। আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনারা পুরো কবিতাটি পাঠ করে নিতে পারেন।
১। "মহাভারতের কথা অমৃত সমান
কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।"
--------কাশীরাম দাস।
২। "সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে।"
-------মধুসূদন দত্ত।
৩। "আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।"
-------জীবনানন্দ দাশ।
৪। "পাখি সব করে রব রাতি পোহাইল
কাননে কুসুমকলি সকলি ফুটিল।।"
--------মদনমোহন তর্কালঙ্কার।
৫। "আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।"
-----রবীন্দ্রনাথ ঠাকুর।
৬। “বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই
কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই।"
------রজনীকান্ত সেন।
৭। "আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে।"
------কুসুমকুমারী দাশ।
৮। "আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোট ঘর
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।"
-----বন্দে আলি মিয়া।
৯। "মেয়েদের পদবীতে গোলমাল ভারি
অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি।"
-------সুকান্ত ভট্টাচার্য।
১০। "আমাদের দেশ তারে কত ভালোবাসি
সবুজ ঘাসের বুকে শেফালির হাসি।"
------ বজলুর রশীদ।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) ছন্দ শেখার কলাকৌশল - হাসান রাউফুন, ঢাকা।
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।