ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৪, ভাগ-৩৩>  – কেন কবিতাগুলি মাত্রাবৃত্ত ছন্দের  
---ড. সুজিতকুমার বিশ্বাস  
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি আব্দুল কাদের মহাশয়কে।  
-----------------------------------------------------------------------------      
আমরা গত ১০/১২/২০১৮ তারিখে আসরের কবিদের ও গত ১১/১২/২০১৮ তারিখে বিখ্যাত কবিদের বেশ কিছু কবিতা আমার আলোচনায় তুলে ধরেছি। আজ আমরা দেখাব এই কবিতাগুলি কেন মাত্রাবৃত্ত ছন্দের। আগে উদাহরণ পরে নিয়ম-নীতি; এখানেও আমি সেই সূত্র অবলম্বন করছি।  আগে কবিতাগুলির ধরন জেনে নিই। নীচে ১০টি কবিতার পর্ব বিশ্লেষণ করে দেখানো হল।

১। এক যে আছে /মজার দেশ /সব রকমে /ভালো =৫/৫/৫/২
রাত্তিরিতে /বেজায় রোদ/ দিনে চাঁদের /আলো।=৫/৫/৫/২
--------যোগীন্দ্রনাথ সরকার।

২। যে জন দিবসে /মনের হরষে/ জ্বালায় মোমের/ বাতি=৬/৬/৬/২
আশু গৃহে তার /দেখিবে না আর /নিশীথে প্রদীপ /ভাতি।=৬/৬/৬/২
--------কৃষ্ণচন্দ্র মজুমদার।

৩। শুধু বিঘে দুই /ছিল মোর ভুঁই /আর সবই গেছে/ ঋণে=৬/৬/৬/২
বাবু বলিলেন,/ বুঝেছ উপেন /এ জমি লইব/ কিনে।=৬/৬/৬/২
-----রবীন্দ্রনাথ ঠাকুর।

৪। এই খানে তোর/ দাদির কবর /ডালিম গাছের /তলে=৬/৬/৬/২
তিরিশ বছর /ভিজায়ে রেখেছি/ দুই নয়নের /জলে।=৬/৬/৬/২
------জসীমউদ্দিন।

৫। আমাদের যুগে /আমরা যখন /খেলেছি পুতুল /খেলা=৬/৬/৬/২
তোমরা এ যুগে/ সেই বয়সেই /লেখা পড়া করো/ মেলা।=৬/৬/৬/২
-----সুফিয়া কামাল।

৬। উদাসী পথিক /হারিয়ে ফেলেছে /ঠিকানা তাহার /তরে,=৬/৬/৬/২
পথটি তাহার /পথিক সাথীকে /চিনিয়ে নিয়েছে/ পরে।=৬/৬/৬/২
পথিকের প্রিয়া /রয়েছে বসিয়া /আসিবে কখন /সাথী?=৬/৬/৬/২
ভালোবেসে পথ /নিয়েছে সাথীকে /প্রিয়ার কাছেতে /গাঁথি।=৬/৬/৬/২
--------উত্তম চক্রবর্তী

৭। পাহাড়ের/ বুক চিরে/ ঝর্ণাটা /নামে=৪/৪/৪/২
অনেক না /বলা কথা /আছে নীল/খামে।=৪/৪/৪/২
ঝর্ণারা/ মিলেমিশে /হয়ে যায় /নদী=৪/৪/৪/২
শুনবে ন/দীর গান, /কান পাতো /যদি।=৪/৪/৪/২
ও নদী কো/থায় যাও? /ছলছল /তানে?=৪/৪/৪/২
দাও নদী /দাও বলে,/ জীবনের /মানে।=৪/৪/৪/২
--------সুদীপ্ত বিশ্বাস

৮। রাতের বাতাস /সোহাগে নাচালো=৬/৬
হাজার গাছের /ফুল=৬/২
মেঘের সিঁড়িতে /তারার বৃষ্টি!=৬/৬
নয়নের সে কী /ভুল?=৬/২
রেশমী তন্তু /গায়েতে জড়ায়ে=৬/৬
সুগন্ধি পথে /ফেলে=৬/২
কে যায় নাচিয়ে /বাতাসের প্রাণ=৬/৬
বাঁশিতে এ সুর/ ঢেলে?=৬/২
----------খলিলুর রহমান

৯। 'ছড়া লিখো, /ছড়া লিখো' /বলে যায় /ছড়াকার,=৪/৪/৪/৪
শব্দের /ঘুর্ণিতে /যায় নাকো /ধরা তার।=৪/৪/৪/৪
বিদঘুঁটে /কবিতায় /কত কথা /বলা যায়!=৪/৪/৪/৪
ছন্দের /দ্বন্দ্বেতে/ নন্দেরা /কলা খায়।=৪/৪/৪/৪
ভাবনার /ছলনাতে /ভেসে যায়/ ছন্দটা,=৪/৪/৪/৪
জোর করে /হেসে যাই,/ কেটে যায় /মন্দটা।=৪/৪/৪/৪
---------কবীর হুমায়ূন

১০। এ বুকের মাঝে /সিন্ধু গঙ্গা=৬/৬
যমুনার কোলা/হল=৬/২
হৃদয়ে বহেছে /অহরহ স্রোত=৬/৬
পাহাড় বিন্ধ্যা/চল।=৬/২
--------মল্লিকা রায়

***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।