ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৪, ভাগ-৩২> – ছন্দে বিখ্যাত কবিদের কিছু কবিতা
---ড. সুজিতকুমার বিশ্বাস  
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি সুদীপ্ত বিশ্বাস মহাশয়কে।        
------------------------------------------------------------------------------
আজ একই ছন্দের বেশ কিছু বিখ্যাত কবিদের লেখা কবিতা পাঠ করে নিই। আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনারা পুরো কবিতাটি পাঠ করে নিতে পারেন।

১। "এক যে আছে মজার দেশ সব রকমের ভালো
রাত্তিরিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো।"
--------যোগীন্দ্রনাথ সরকার।

২। "ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা।"
-------আবু সালেহ।

৩। "রাজপথ ভরা গাড়িতে গাড়িতে
হাজার রিকশা সারিতে সারিতে।"
-------ফয়েজ আহমদ।

৪। "যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি
আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।"
--------কৃষ্ণচন্দ্র মজুমদার।

৫। "শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে
বাবু বলিলেন, বুঝেছ উপেন এ জমি লইব কিনে।"
-----রবীন্দ্রনাথ ঠাকুর।

৬। "এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।"
------জসীমউদ্দিন।

৭। "চলে খচখচ, রাগে গজগজ, জুতা মচমচ টানে
ভুরু কটমট ছড়ি ফটফট লাথি চটপট হানে।"
------সুকুমার রায়।

৮। "আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া করো মেলা।"
-----সুফিয়া কামাল।

৯। "জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি
এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথি।"
-------সত্যেন্দ্রনাথ দত্ত।

১০। "টাপুর টুপুর মেঘের দুপুর ভেজা গাছপালা বন
আকাশ তাহার মেঘের পাহাড় সাজায় সারাক্ষণ।"
------ মহাদেব সাহা।

***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) ছন্দ শেখার কলাকৌশল - হাসান রাউফুন, ঢাকা।    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।