ছন্দ ও কবিতার পাঠ –২৭ – স্বরবৃত্ত ছন্দে ছড়া লেখা
---ড. সুজিতকুমার বিশ্বাস
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি পারমিতা ৫৮ মহাশয়াকে।
------------------------------------------------------------------------------
আজকের বিষয়- <পর্ব-৩, ভাগ-২৭> স্বরবৃত্ত ছন্দে ছড়া লেখা
------------------------------------------------------------------------------
আগেরদিন আমরা ছড়া বিষয়ে আলোচনা করেছি। আজ স্বরবৃত্ত ছন্দে ছড়া লেখা নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আসরের কবি সহিদুল হক সম্পাদিত কবিতা (১৮/১০/২০১৮) 'শিশুশ্রমিকের আর্তি' (সমবেত ছড়া-৩) টি আলোচনার জন্য বেছে নিলাম। এখানে আসরের অনেক কবি এই নির্দিষ্ট বিষয়ে চার পঙক্তির ছড়া লিখেছেন। সেগুলি কতটা নিয়ম মেনে লেখা হয়েছে তা একবার দেখে নিই।
সবাই দেখি /ইস্কুলে যায়=৪/৪
দশটা যখন/ বাজে,=৪/২
বুকটা আমার/ হু হু করে,=৪/৪
মন বসে না /কাজে।=৪/২- সহিদুল হক।
হাতুড়িটা /হাতে নিয়ে=৪/৪
ভেঙে চলি/ ইট=৪/১
কেউ আমাদের /কয় না মানুষ=৪/৪
ভাবে ড্রেনের /কীট!=৪/১-মুহাম্মদ মনিরুজ্জামান
মনিব ঘরের /ছেলেটি যায়=৪/৪
জামা-জুতো /পেয়ে;=৪/২
আমার মাথায় /ইটের বোঝা=৪/৪
শুন্য পথে /চেয়ে।=৪/২- ড. সুজিত কুমার বিশ্বাস
মনের মাঝে /ইচ্ছে জাগে,=৪/৪
পড়ব সকাল/-সাঁঝে,=৪/২
আবার মনটা /কাঁদে যখন=৪/৪
ছুটির ঘন্টা /বাজে।=৪/২ - মোঃ সানাউল্লাহ (আদৃত কবি)
বাবুর মেয়ে /ইস্কুলে যায়=৪/৪
জামা-জুতো /পরে,=৪/২
আমি তখন /খেলনা কুড়ই=৪/৪
ওদের ময়লা /ঘরে। =৪/২ - জে আর এ্যাগ্নেস
কেউ ভাবে না/ আমার কথা=৪/৪
ভাবে নিজের /তরে,=৪/২
দুঃখে আমার /যায় যে পরাণ=৪/৪
ব্যথায় অশ্রু /ঝরে।=৪/২ -ডাঃ প্রদীপ কুমার রায় (সুশোভন কবি)
বাবুর জ্যাকেট /মেমের কাপড়=৪/৪
বান্টি বুলির /জামা,=৪/২
কাচতে ভীষণ /কষ্ট যে হয়=৪/৪
তাও করিনে /মানা। =৪/২ - সঞ্জয় কর্মকার
বাবুর মেয়ে /পড়ে যখন=৪/৪
জানলা দিয়ে /শুনি,=৪/২
শুনে শুনে /শিখেই ফেলি=৪/৪
ঠিকঠাক তক্ষুণি।(তক/ খুণি)=৪/২ -স . হক
যখন তখন /পদ্য লিখি=৪/৪
বাবুর কলম /ঝেড়ে,=৪/২
জানলে পরে/ মিথ্যে বলি=৪/৪
ঘাড়টি তখন /নেড়ে।=৪/২- শুভ চক্রবর্তী (অগ্নিদ)
ক্ষুধা আমার /নিত্যসঙ্গী,=৪/৪
নাইতো অর্থ/কড়ি,=৪/২
অহরহ/ খাটি তবু=৪/৪
ক্ষুধার জ্বালায় /মরি।=৪/২ -নাসিরউদ্দিন তরফদার (অনুব্রত কবি)
সবাই যখন /ইস্কুলে যায়=৪/৪
ছাত্রসুলভ /সাজে,=৪/২
আমি তখন /ব্যস্ত থাকি=৪/৪
ঘর মোছারই /কাজে।=৪/২-প্রণব মজুমদার (হিতৈষী কবি )
গরিব-ঘরে /জন্ম নিয়ে=৪/৪
হারাই অধি/কার,=৪/১
কার কাছে যে /বলি গিয়ে=৪/৪
চাইগো পড়ি/বার।=৪/১ -মুহাম্মদ মোজাম্মেল হোসেন
অল্প ভাতে /পেট ভরে না=৪/৪
জ্বালায় মরে /যাই,=৪/১
পড়তে তবু /চাই যে আমি=৪/৪
বই খাতা দাও /ভাই।=৪/১ - গোলাম রহমান
কর্ম ছাড়া /ভাত জোটে না=৪/৪
জন্ম গরিব /ঘরে,=৪/২
স্বপ্নগুলো /ধুলোয় মেশে=৪/৪
পেটের দায়ে /পড়ে।=৪/২ - হুমায়ূন কবির
মাথার উপর /ইটের বোঝা=৪/৪
মনে হয় বই/ খাতা,=৪/২
স্বপ্ন ভাঙলে /সামনে দেখি=৪/৪
মনিব, মাথায় /ছাতা।=৪/২ - পরিতোষ ভৌমিক (অমায়িক কবি)
আমারও তো /ইচ্ছে করে=৪/৪
ইস্কুলেতে /যাই,=৪/১
সবার মতো /মানুষ হয়ে=৪/৪
বড় হতে /চাই।=৪/১ - উত্তম চক্রবর্তী
বিকেল হলে /সবাই যখন=৪/৪
খেলতে যে যায়/ মাঠে,=৪/২
তখনো মোর /ফুরায় না কাজ,=৪/৪
বুকটা আমার /ফাটে।=৪/২ -স. হক
কাজের ফাঁকে /চেয়ে থাকি=৪/৪
মনটা উদাস /করে,=৪/২
বদলে যাবে /জীবন আমার=৪/৪
কেউ যদি হাত/ ধরে।=৪/২ - আহমাদ সা-জিদ (উদাস কবি)
আমার মতো /সব শিশুরা=৪/৪
পড়তে যায় ইস/কুলে,=৪/২
পেটের দায়ে /গতর খাটি=৪/৪
লাট সাহেবের /মিলে। =৪/২ - আবু কওছর
সাধ্য তো নেই/ বাবা-মায়ের=৪/৪
কেমন করে /পড়ি,=৪/২
দু চোখের জল /ফেলতে ফেলতে=৪/৪
স্বপ্ন কেবল /গড়ি।=৪/২ -শম্পা ঘোষ
এ ক্ষেত্রে দেখা গেল সব কবিরাই মোটামুটি ঠিক ঠিক পর্বে ছড়াগুলি নির্দিষ্ট বিষয়কে মাথায় রেখে লিখেছেন। কয়েকটি ক্ষেত্রে অপূর্ণপর্ব ১ ও ২ মাত্রায় এসে গেছে। যেহেতু বিভিন্ন কবি একই বিষয়ে লিখেছেন, সে ক্ষেত্রে এটা মেনে নিতে হবে।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।