ছন্দ ও কবিতার পাঠ –২৩ – কেন কবিতাগুলি স্বরবৃত্ত ছন্দের
---ড. সুজিতকুমার বিশ্বাস
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি জয়শ্রী কর মহাশয়াকে।          
------------------------------------------------------------------------------
আজকের বিষয়-  <পর্ব-৩, ভাগ-২৩> কেন কবিতাগুলি স্বরবৃত্ত ছন্দের
------------------------------------------------------------------------------
আমরা গত ১২/১০/২০১৮ তারিখে আসরের কবিদের ও গত ৩০/১০/২০১৮ তারিখে বিখ্যাত কবিদের বেশ কিছু কবিতা এখানে তুলে ধরেছি। আজ আমরা দেখাব এই কবিতাগুলি কেন স্বরবৃত্ত ছন্দের। আগে উদাহরণ পরে নিয়ম-নীতি; এখানে আমি সেই সূত্র অবলম্বন করছি।  আগে কবিতাগুলির ধরন জেনে নিই। নীচে ১০টি কবিতার পর্ব বিশ্লেষণ করে দেখানো হল।

১) কাজলা দিদি
যতীন্দ্রমোহন বাগচি

বাঁশ বাগানের /মাথার উপর /চাঁদ উঠেছে /ওই, =৪/৪/৪/১
মাগো আমার /শোলক-বলা/ কাজলা দিদি /কই? =৪/৪/৪/১
পুকুর ধারে /লেবুর তলে =৪/৪
থোকায় থোকায় /জোনাক জ্বলে=৪/৪
ফুলের গন্ধে /ঘুম আসে না /একলা জেগে /রই-=৪/৪/৪/১
মাগো আমার /কোলের কাছে /কাজলা দিদি /কই?=৪/৪/৪/১

২) মালতিবালা বালিকা বিদ্যালয়
জয় গোস্বামী

বেনীমাধব /বেনীমাধব /তোমার বাড়ী /যাব =৪/৪/৪/২
বেনীমাধব /তুমি কি আর /আমার কথা/ ভাব?=৪/৪/৪/২
বেনীমাধব/ মোহনবাঁশিঁ /তমাল তরু/মূলে=৪/৪/৪/২
বাজিয়েছিলে /আমি তখন /মালতি ইস/কুলে।=৫(৪)/৪/৪/২
ডেস্কে বসে /অঙ্ক করি /ছোট ক্লাশ/ ঘর=৪/৪/৪/১
বাইরে দিদি/মনির পাশে /দিদিমনির /বর।=৪/৪/৪/১
আমি তখন /নবম শ্রেণী /আমি তখন /শাড়ী=৪/৪/৪/২
আলাপ হলো /বেনীমাধব /সুলেখাদের /বাড়ী।=৪/৪/৪/২

৩)  সহজপাঠ থেকে
রবীন্দ্রনাথ ঠাকুর

কুমোর পাড়ার /গরুর গাড়ি=৪/৪
বোঝাই করা /কলসী হাঁড়ি=৪/৪
গাড়ি চালায় /বংশীবদন=৪/৪
সঙ্গে যে যায় /ভাগ্নে মদন =৪/৪
হাট বসেছে /শুক্রবারে=৪/৪
বক্সীগঞ্জে /পদ্মাপারে।।=৪/৪

৪) লিচুচোর
কাজী নজরুল ইসলাম

বাবুদের /তাল-পুকুরে =৩/৪
হাবুদের /ডাল-কুকুরে=৩/৪
সে কি বাস /করলে তাড়া,=৩/৪
বলি থাম /একটু দাড়া।=৩/৪

৫) আয়রে আলো আয়
সুকুমার রায়

পুব গগনে/ রাত পোহাল, =৪/৪
ভোরের কোণে /লাজুক আলো=৪/৪
নয়ন মেলে /চায়।=৪/১  
আকাশতলে /ঝলক জ্বলে,=৪/৪
মেঘের শিশু /খোলার ছলে=৪/৪
আলোক মাখে /গায়।।=৪/১

৬) স্মৃতিটুকু থাক
মূলচাঁদ মাহাত  

মরা নদীর /বান ডেকেছে /খরা গেছে/ কেটে, =৪/৪/৪/২
শষ্য শ্যামল/ ফসল যে আজ /সেদিনের সেই /মাঠে।=৪/৪/৪/২
সময় কত /গড়িয়ে গেছে/ নদীর ধারার /মতো=৪/৪/৪/২
যায়নি মুছে /তবু আজো /হৃদয়ের সব/ ক্ষত।=৪/৪/৪/২

৭) জানতে ইচ্ছে করে
মোঃ আব্দুল কাদের

আকাশ তুমি /কীসের তরে=৪/৪
      কেন  এমন /নীল,=৪/১
কেন   এমন  / উদার  তুমি=৪/৪
      উদার তব /দিল?=৪/১
সাগর কেন/ বিশাল তুমি=৪/৪
     বিশাল তব/ বুক,=৪/১
নদীই কেন/ তোমার বুকে=৪/৪
   খোঁজে মিলন /সুখ?=৪/১

৮)  হিমেল হাওয়া
শাজাহান কবীর শান্ত

যখন আমার /আকাশ খানা =৪/৪
বিষন্ন লিক/লিক,=৪/১
মন করেছে /হিমেল হাওয়া=৪/৪
অনেকখানি /ঠিক।=৪/১

৯) যাব না স্কুলে
সহিদুল হক  

বাবা আমি /কাল থেকে আর /যাব না ইস/কুলে,=৪/৪/৪/২
এইটুকু তো /মেয়ে আমি, /বলতে পারি/ খুলে?=৪/৪/৪/২
মায়ের সাথে/ বলতে গেলাম,/ মা বলেছে/ 'মিছে'--=৪/৪/৪/২
"মাস্টার মশাই/ বাবার মতো, /নামতে পারে/ নীচে?"=৪/৪/৪/২

১০)  রবিস্মরণ  
জয়শ্রী কর

আকাশ জুড়ে /মেঘের মেলা=৪/৪
বেদনা অন/তরে=৪/২
কবিগুরুর /প্রয়াণ দিবস=৪/৪
স্মরণ ঘরে /ঘরে।=৪/২
কবির লেখা /গানের কলি=৪/৪
মেঘের সাথে /উড়ে=৪/২
চিত্তমাঝে /জাগায় সাড়া =৪/৪
বিশ্বভুবন/ জুড়ে।=৪/২

***আজ এই পর্যন্ত। তবে চলবে। পরবর্তী পাঠ ১৪ নভেম্বর ২০১৮।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।