ছন্দ ও কবিতার পাঠ –২০ – শ্বাসাঘাত (প্রস্বর বা বল)  
---ড. সুজিতকুমার বিশ্বাস  
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি মিনু গরেট্টি কোড়াইয়া মহাশয়াকে।          
------------------------------------------------------------------------------
আজকের বিষয়-  ২০) শ্বাসাঘাত (প্রস্বর বা বল)    
------------------------------------------------------------------------------
কোনো কোনো কবিতা পাঠ কালে, তার এক একটি পর্বের আদি অক্ষরে যে প্রবল জোর বা ঝোঁক পড়ে তাকে 'শ্বাসাঘাত' বা 'বল' বলে। প্রায়ই বাংলা কবিতা পাঠ করার সময় পর্বের প্রথম অক্ষরের উপর একটা আলাদা জোর দিয়ে পড়তে হয়। এই অতিরিক্ত জোর দিয়ে পাঠ করা বা আবৃত্তি করাকেই বলা হয় 'শ্বাসাঘাত' বা 'প্রস্বর' বা 'বল'।
যেমন-
১) *কে মেরেছে *কে ধরেছে *কে দিয়েছে *গাল
*তাইতো খুকু *রাগ করেছে *ভাত খায়নি *কাল।
২) *আমরা আছি  *হাজার বছর  *ঘুমের ঘোরের * গাঁয়ে
*আমরা ভেসে * বেড়াই স্রোতের *শেওলা ঘেরা *নায়ে।
এখানে * চিহ্নের পরের অক্ষরে এই প্রবল জোর হল শ্বাসাঘাত।

বাংলা কবিতায় প্রায় প্রতি পর্বেরই প্রথম অক্ষর একটু জোর দিয়েই উচ্চারিত হয়। এই জোর গদ্যের ধ্বনিপর্বেও আছে। কিন্তু এই জোর শ্বাসাঘাত নয়। আবার রুদ্ধ অক্ষর উচ্চারণেও যে জোর তাও শ্বাসাঘাত নয়। কবিতা পাঠ মাত্রেই যেগুলিতে প্রবল জোর বোঝা যায়, যা অক্ষর উচ্চারণের স্বাভাবিক জোর থেকে বেশি বলেই সহজে অনুমিত হয়। এটাই শ্বাসাঘাত। বাংলা ছড়া ও স্বরবৃত্ত ছন্দে লেখা কবিতা গুলিতেই শ্বাসাঘাত পড়ে। অন্য কোনো ছন্দরীতির কবিতায় এ জোর পড়ে না। এখানে প্রতিটি পর্বের প্রথম অক্ষরই একটু ঝোঁক দিয়ে, জোর দিয়ে পড়তে হয়। এই অতিরিক্ত ঝোঁক বা জোরকেই শ্বাসাঘাত বলে।

শ্বাসাঘাতের কয়েকটি বৈশিষ্ট্যঃ
ক) শ্বাসাঘাত হল বিশেষ অক্ষর উচ্চারণের বিশিষ্ট জোর;
খ) একমাত্র স্বরবৃত্ত ছন্দে শ্বাসাঘাত পড়ে;
গ) স্বরবৃত্ত ছন্দের প্রতি পর্বের আদি অক্ষরে শ্বাসাঘাত পড়ে;
ঘ) শ্বাসাঘাত উচ্চারণকে দ্রুত করে;
ঙ) শ্বাসাঘাত ছন্দত্রুটি মুক্ত করে।

আজ এই সাথে এই আলোচনার ২য় পর্বের ১০টি পাঠ শেষ হল। সেগুলি আর একবার দেখে নিই।
১১) ছন্দের উপাদান - ধ্বনি (বর্ণ,শব্দ)
১২) সিলেবল বা অক্ষর বা দল  
১৩) অক্ষরের শ্রেণিবিভাগ
১৪) মাত্রা বা কলা
১৫) ছেদ ও যতি  
১৬) পর্ব ও পর্বাঙ্গ
১৭) পদ, চরণ, পঙক্তি, স্তবক
১৮) লয়
১৯) মিল  
২০) শ্বাসাঘাত (আজ প্রকাশিত)

***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাঙলা ছন্দ –  জীবেন্দ্র সিংহরায় , কলকাতা।    
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করুন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।