আসরের একটি ছন্দবদ্ধ কবিতাঃ নয়  
ডঃ সুজিতকুমার বিশ্বাস
---------------------------------------------------------------------------
কবিতার নামঃ  বেহিসেবি
কবির নামঃ  হৈমন্তী রায়
কবিতা প্রকাশের তারিখঃ ১৫/০৬/২০১৯
--------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
একটা সকাল কাটাব তোর সাথে,
বেহিসেবী চলবে সময় কাঁটা....
এক টুকরো মেঘ আনিস সাথে তোর,
আমি রাখবো শিউলির মালা গাঁথা।

একটা দুপুর কাটাব তোর বুকে,
বেহিসেবী চলবে সময় ছুটে....
তুই আনিস ফাগুনের রঙটুকু
আমি পলাশ ছোঁয়াবো ঠোঁটে।

একটা বিকেল কাটাব তোকে নিয়ে,
বেহিসেবী বইবে সময় খেয়া....
তুই আনিস অস্ত রাগ,
আমি আনবো আঁচল ঘেরা ছায়া।

একটা সন্ধে কাটাব তুই আমি,
বেহিসেবী চলবে সময় ভুলে.....
তুই আনিস দখিনা বাতাস,
আমি জুঁইয়ের সুবাস রাখবো চুলে।

একটা রাত কাটবে দোঁহায় জেগে,
বেহিসেবী চলবে সময় গতি.....
তারায় ভরা আকাশ আনিস তুই
আমি রাখবো জ্যোৎস্না আলো পাতি।

একটা ভোর হাঁটব দুজনায়,
বেহিসেবী সময় চাকার রথ...
হেমন্তের কুয়াশা আনিস তুই
আমি আনবো শিশির ভেজা পথ।
---------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
একটা সকাল/ কাটাব তোর/ সাথে, =4/4/2
বেহিসেবি /চলবে সময় /কাঁটা....=4/4/2
এক টুকরো মেঘ/ আনিস সাথে /তোর,=4/4/1
আমি রাখব/ শিউলির মালা/ গাঁথা।=4/4/2

একটা দুপুর /কাটাব তোর/ বুকে,=4/4/2
বেহিসেবি/ চলবে সময়/ ছুটে....=4/4/2  
তুই এনে দিস/ ফাগুনের রঙ/টুকু=4/4/2
আমি পলাশ/ ছোঁয়াবো এ /ঠোঁটে।=4/4/2

একটা বিকেল /কাটাই তোকে/ নিয়ে,=4/4/2
বেহিসেবি /বইবে সময় /খেয়া....=4/4/2
তুই এনে দিস /একটা অস্ত/রাগ,=4/4/1
আমি আনব/ আঁচল ঘেরা/ ছায়া।=4/4/2

একটা সন্ধে/ কাটাব তুই /আমি,=4/4/2
বেহিসেবি/ চলবে সময়/ ভুলে.....=4/4/2
তুই এনে দিস /দখিন বাতাস/ খানি ,=4/4/2  
জুঁইয়ের সুবাস/ রাখব আমি /চুলে।=4/4/2

একখানি রাত /কাটবে দোঁহায় /জেগে,=4/4/2
বেহিসেবি/ চলবে সময়/ গতি.....=4/4/2
তারায় ভরা/ আকাশ আনিস/ তুই =4/4/1
আমি রাখব/ জ্যোৎস্না আলো /পাতি।=4/4/2

একটা ভোরে/ হাঁটব দুজ/নায়,=4/4/1
বেহিসেবি/ সময় চাকার/ রথ...=4/4/1
হেমন্তের ওই/ কুয়াশা আ/নিস তুই=4/4/2  
আমি আনব/ শিশিরভেজা /পথ।=4/4/2
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দ লিপিকরণঃ  
ক) ছন্দরীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।    
ঘ) চরণ-৩ পর্বের  
ঙ) স্তবক- ৬ টি    
চ) মিল- পদান্তিক। (খ#ঘ)  
ছ) পঙক্তি – ২৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও প্রায় সমপর্বিক।        
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব- নেই।  
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- স্বরবৃত্ত ছন্দের আদর্শ কবিতা।  
---------------------------------------------------------------------------
৪) কবিতার ছন্দবদ্ধতার নানা দিকঃ  
ক) কবিতাটি কবি ছন্দ মেনে লেখার চেষ্টা করেছেন।
খ) উপমা চিত্রকল্পের ব্যবহার ও কাব্যব্যঞ্জনা প্রকাশ হয়েছে।
গ) কবিতার আবৃত্তিপাঠ ও অনুভূতি- যথার্থ ও সুন্দর।  
ঘ)  কবিতার বাহ্য ও অন্তরঙ্গ উপকরণ সঠিক ভাবে জেনে বুঝে প্রয়োগ হয়েছে।  
ঙ) ছন্দের আকৃতি বা রূপভেদ- স্বাভাবিক    
চ) ছন্দবন্ধের ধরণ- স্বাভাবিক।
ছ) কবিতায় অলঙ্কার প্রয়োগঃ সুন্দর।
জ) অন্ত্যমিল- যথার্থ নয়। অনেক ক্ষেত্রে ঠিকঠাক আসে নি।
ঝ) ছেদ ও যতির স্পষ্টতা-  উপলব্ধ।  
ঞ) কবিতায় ছন্দ ব্যাকরণের বিভিন্ন দিক প্রকাশিত হয়েছে।
---------------------------------------------------------------------------
৫) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-  
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।  
---------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।