আসরের একটি ছন্দবদ্ধ কবিতাঃ পাঁচ
ডঃ সুজিতকুমার বিশ্বাস
----------------------------------------------------------------------------
কবিতার নামঃ  উপলব্ধি
কবির নামঃ  সঞ্জয় কর্মকার
কবিতা প্রকাশের তারিখঃ ১২/০৬/২০১৯
---------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
দিবসো রজনী যাপিত পলেতে
                   হর্ষ বিষাদে মাতি
ভাবি নাই প্রাণ হরণ করিতে
              আসিবে যমের রথ ই।
ক্রন্দন রোল উঠিবে গৃহেতে
                জনে জনে আপনায়
চার কাঁধ সাথ; দোদুল কায়েতে
              শ্মশানেরই আঙ্গিনায়।

আদুল গায়েতে ঘৃত চন্দনে
                চিতায় চড়িবে কায়
ফিরে যাবে সবে সাঙ্গ হলে সে
                সফেদ বসনে গায়।
হোমারতি যাগ; যজ্ঞ ও তপে
                যাপিত বিরহ রোল
দুদিনেতে সবে ভুলিতে এ ভবে
                  ক্রন্দন কলরোল।

পূবেতে উদিবে রবি
                রজনীতে ভরা চাঁদ
বাতাস বহিবে মন্দ মলয়ে
             ছলেতে পাতিবে ফাঁদ।
বিষয় আশয় যত; ধনের পাহাড়
                গড়েছিনু ছলে বলে
হানাহানি করি স্বজনে মাতিবে
           কেড়ে নিতে তলে তলে।

আজিকে হেরিনু সার ও অসার
                   বিত্ত ধনের মোহ
কিছু নাই সার নাহি আপনার;
                আপনার নহে কেহ।
----------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
দিবস-রজনি /যাপিত পলেতে =৬/৬
                   হর্ষবিষাদে /মাতি=৬/২
ভাবি নাই প্রাণ /হরণ করিতে =৬/৬
              আসিবে যমের/ রথই। =৬/২
ক্রন্দন রোল /উঠিবে গৃহেতে =৬/৬
                জনেজনে আপ/নায়=৬/২
চারকাঁধ সাথ;/ দোদুল কায়েতে =৬/৬
              শ্মশানেরই আঙি/নায়। =৬/২

আদুল গায়েতে /ঘৃত চন্দনে=৬/৬
                চিতায় চড়িবে/ কায়=৬/২
ফিরে যাবে সবে/ সাঙ্গ হলে সে=৬/৬
                সফেদ বসনে /গায়। =৬/২
হোমারতি যাগ; /যজ্ঞ ও তপে =৬/৬
                যাপিত বিরহ /রোল=৬/২
দুদিনেতে সবে /ভুলিতে এ ভবে =৬/৬
                  ক্রন্দন কল/রোল। =৬/২

পূবেতে উদিবে/---- রবি =৬/অসম্পূর্ণ
                রজনিতে ভরা/ চাঁদ=৬/২
বাতাস বহিবে /মন্দ মলয়ে =৬/৬
             ছলেতে পাতিবে /ফাঁদ। =৬/২
বিষয় আশয় / ধনের পাহাড় =৬/৬
                গড়েছিনু ছলে/ বলে=৬/২
হানাহানি করি /স্বজনে মাতিবে =৬/৬
           কেড়ে নিতে তলে /তলে।=৬/২

আজিকে হেরিনু/ সার ও অসার =৬/৬
                   বিত্ত ধনের/ মোহ =৬/২
কিছু নাই সার/ নাহি আপনার;=৬/৬
                আপনার নহে/ কেহ।=৬/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দলিপিকরণঃ  
ক) ছন্দরীতি- মাত্রাবৃত্ত ছন্দ/  কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্তদল ১  মাত্রা এবং রুদ্ধদল-  ২ মাত্রা।
গ) পর্ব-  ৬/৬/৬/২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৬ মাত্রা, অপূর্ণ পর্ব- ২ মাত্রা।  
ঘ) চরণ-৪ পর্বের    
ঙ) স্তবক- ৪ টি    
চ) মিল- পদান্তিক। (খ#ঘ)  
ছ) পঙক্তি – ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক।      
জ) লয় -  মধ্যম।
ঝ) বিশেষত্ব-  ছন্দের নিয়ম না জেনেও কবি শুধুমাত্র কানে শুনে কবিতার ছন্দ বিচার করেছেন।  
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- খুব ভালো।    
--------------------------------------------------------------------------
৪) কবিতার ছন্দবদ্ধতার নানা দিকঃ  
ক) কবিতাটি কবি ছন্দ মেনে লেখার চেষ্টা করেছেন।
খ) উপমা, চিত্রকল্পের ব্যবহার ও কাব্যব্যঞ্জনা প্রকাশ পেয়েছে।
গ) কবিতার আবৃত্তিপাঠ ও অনুভূতি- যথার্থ ও সুন্দর।  
ঘ)  কবিতার বাহ্য ও অন্তরঙ্গ উপকরণ সঠিক ভাবে জেনে বুঝে প্রয়োগ করার চেষ্টা।  
ঙ) ছন্দের আকৃতি বা রূপভেদ- মাত্রাবৃত্তের পয়ার।    
চ) ছন্দবন্ধের ধরণ- চিরাচরিত।  
ছ) কবিতায় অলঙ্কার প্রয়োগঃ সুন্দর।
জ) অন্ত্যমিল- যথার্থ।
ঝ) ছেদ ও যতির স্পষ্টতা-  উপলব্ধ।  
ঞ) কবিতায় ছন্দ ব্যাকরণের বিভিন্ন দিক প্রকাশিত।
--------------------------------------------------------------------------
৫) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-  
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।
*** আসরের ছন্দবদ্ধ কবিতার খোঁজ দিয়ে আমাকে জানালে খুশি হব।