আসরের একটি ছন্দবদ্ধ কবিতাঃ ১৬
ডঃ সুজিতকুমার বিশ্বাস
----------------------------------------------------------------------------
কবিতার নামঃ কবিতা শেখাবার তালিমের ছড়া
কবির নামঃ প্রবীর চ্যাটার্জি
কবিতা প্রকাশের তারিখঃ ২৬/০৩/২০১৯
---------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
হাবুরাম কবিরে
কি তালিম দিলিরে
আয় বাবা লিখে দে
ফাঁকা বুলি ঝেড়ে দে
তালিমের মানে নেই
শেখাবার জ্বালা নেই
ফেসবুক ডাকেনা
হ্যাঙ হয়ে থাকেনা
করতে গিয়ে হেল্প-ই
প্রচারের সেলফি
করে শুধু ছটফট
রেগে যায় চটপট
সেই লেখা জ্যান্ত
একখানি আনতো
কবিতাটি লিখে দে
টাকা দেব নগদে
----------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
হাবুরাম কবিরে =৭
কী তালিম দিলিরে =৭
আয় বাবা লিখে দে =৭
ফাঁকা বুলি ঝেড়ে দে =৭
তালিমের মানে নে(ই) =৭
শেখাবার জ্বালা নে(ই) =৭
ফেসবুক ডাকে না =৭
হ্যাঙ হয়ে থাকে না=৭
করি গিয়ে হেল্প-ই =৭
প্রচারের সেলফি=৭
করে শুধু ছ(ট)ফট =৭
রেগে যায় চ(ট)পট =৭
সেই লেখা জ্যান্ত=৭
একখানি আনতো=৭
কবিতাটি লিখে দে =৭
টাকা দেব নগদে=৭
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দ লিপিকরণঃ
ক) ছন্দরীতি- মাত্রাবৃত্ত ছন্দ/ কলাবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্তদল ১ মাত্রা এবং রুদ্ধদল- ২ মাত্রা।
গ) পর্ব- ৭ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৭ মাত্রা, অপূর্ণ পর্ব- ০ মাত্রা।
ঘ) চরণ-১ পর্বের
ঙ) স্তবক- ১ টি
চ) মিল- চরণান্তিক
ছ) পঙক্তি – ১৬ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক।
জ) লয় - মধ্যম।
ঝ) বিশেষত্ব- সুকুমার রায়ের একটি কবিতার পযারডি।
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- খুব ভালো।
--------------------------------------------------------------------------
৪) কবিতার ছন্দবদ্ধতার নানা দিকঃ
ক) কবিতাটি কবি ছন্দ মেনে লেখার চেষ্টা করেছেন।
খ) মূল কবিতার নিরিখে উপমা প্রকাশ পেয়েছে।
গ) কবিতার আবৃত্তিপাঠ ও অনুভূতি- যথার্থ ও সুন্দর।
ঘ) কবিতার বাহ্য ও অন্তরঙ্গ উপকরণ সঠিক ভাবে জেনে বুঝে প্রয়োগ করার চেষ্টা।
ঙ) ছন্দের আকৃতি বা রূপভেদ- ছড়া কবিতা।
চ) ছন্দবন্ধের ধরণ- সাধারণ।
ছ) কবিতায় অলঙ্কার প্রয়োগঃ সুন্দর।
জ) অন্ত্যমিল- যথার্থ।
ঝ) ছেদ ও যতির স্পষ্টতা- উপলব্ধ নয়।
ঞ) কবিতায় ছন্দ ব্যাকরণের বিভিন্ন দিক প্রকাশিত।
--------------------------------------------------------------------------
৫) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।
-------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।
*** আসরের ছন্দবদ্ধ কবিতার খোঁজ দিয়ে আমাকে জানালে খুশি হব।