আসরের একটি ছন্দবদ্ধ কবিতাঃ দশ  
ডঃ সুজিতকুমার বিশ্বাস
---------------------------------------------------------------------------
কবিতার নামঃ  বাদল রাগে হৃদয় জাগে
কবির নামঃ  মুহাম্মদ মনিরুজ্জামান
কবিতা প্রকাশের তারিখঃ ১৯/০৬/২০১৯
--------------------------------------------------------------------------
১) কবির লিখিত কবিতাঃ
জ্যৈষ্ঠ গেলো খরায় খরায় আষাঢ় এলো যেই
ভরা যৌবন মেঘবালিকা হারিয়ে ফেলে খেই।
টিনের চালে হাওয়ার তালে ঝমঝমিয়ে নাচে
কান্নাকাতর সৃষ্টিরা সব বৃষ্টি পেয়ে বাঁচে।
উজান স্রোতে খলসে পুঁটি খলবলিয়ে ধায়
নীল ময়ূরী নৃত্য করে ঘুঙুর পরা পায়।
গুড়ুম গুড়ুম দেয়ার ডাকে হয় উতলা মন
প্রিয়া গেছে জলের ঘাটে ফিরবে সে কখন!
হিজল ফুলের চিঠি আসে বানের জলে ভেসে
সিক্ত বসন কলসী কাঁখে ফিরে প্রিয়া হেসে।
মন দরিয়ায় ঢেউ জাগালো মধুর আষাঢ় এসে
বাদল রাগে হৃদয় জাগে বিমল ভালোবেসে।
গায় যে অলি ফোটে কলি হৃদয় কুসুমবাগে
আমি ভিজি সেও ভিজে গভীর অনুরাগে।
---------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
জ্যৈষ্ঠ গেল /খরায় খরায়/ আষাঢ় এল/ যেই =৪/৪/৪/১  
ভরা যৌবন /মেঘবালিকা/ হারিয়ে ফেলে/ খেই।=৪/৪/৫/১
টিনের চালে /হাওয়ার তালে/ ঝমঝমিয়ে/ নাচে=৪/৪/৪/২
কান্নাকাতর/ সৃষ্টিরা সব/ বৃষ্টি পেয়ে/ বাঁচে।=৪/৪/৪/২
উজান স্রোতে /খলসে-পুঁটি /খলবলিয়ে/ ধায়=৪/৪/৪/১  
নীল ময়ূরী/ নৃত্য করে/ ঘুঙুর পরা/ পায়।=৪/৪/৪/১
গুড়ুম গুড়ুম /দেয়ার ডাকে/ হয় উতলা /মন=৪/৪/৪/১
প্রিয়া গেছে/ জলের ঘাটে/ ফিরবে সে ক/খন!=৪/৪/৪/১
হিজল ফুলের/ চিঠি আসে/ বানের জলে/ ভেসে=৪/৪/৪/২
সিক্ত বসন/ কলশি কাঁখে/ ফিরে প্রিয়া/ হেসে।=৪/৪/৪/২
মন দরিয়ায়/ ঢেউ জাগাল/ মধুর আষাঢ়/ এসে=৪/৪/৪/২
বাদলরাগে/ হৃদয় জাগে /বিমল ভালো/বেসে।=৪/৪/৪/২
গায় যে অলি/ ফোটে কলি /হৃদয় কুসুম/বাগে=৪/৪/৪/২
আমি ভিজি /সেও ভেজে/ গভীর অনু/রাগে।=৪/৪/৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে কিছু পরিমার্জন করা হয়েছে।
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দ লিপিকরণঃ  
ক) ছন্দরীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।    
ঘ) চরণ-৪ পর্বের  
ঙ) স্তবক- ১ টি      
চ) মিল- পদান্তিক।  
ছ) পঙক্তি – ১৪ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক ও প্রায় সমপর্বিক।        
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব- ‘হারিয়ে ফেলে’ ৫ মাত্রা হলেও উচ্চারণে ৪ মাত্রা (হার,য়ে,ফেলে); ‘সেও ভেজে’ ৩ মাত্রা হলেও ৪ মাত্রা (সে,ও, ভে,জে);‘ফিরবে সে কখন’ এ অপূর্ণ পর্ব- ১ মাত্রাতে এনে ‘ফিরবে সে ক/খন’ করা হল।
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- স্বরবৃত্ত ছন্দের আদর্শ কবিতা।  
---------------------------------------------------------------------------
৪) কবিতার ছন্দবদ্ধতার নানা দিকঃ  
ক) কবিতাটি কবি ছন্দ মেনে লিখেছেন।
খ) উপমা চিত্রকল্পের ব্যবহার ও কাব্যব্যঞ্জনা প্রকাশ হয়েছে।
গ) কবিতার আবৃত্তিপাঠ ও অনুভূতি- যথার্থ ও সুন্দর।  
ঘ) কবিতার বাহ্য ও অন্তরঙ্গ উপকরণ সঠিক ভাবে জেনে বুঝে প্রয়োগ হয়েছে।  
ঙ) ছন্দের আকৃতি বা রূপভেদ- স্বাভাবিক    
চ) ছন্দবন্ধের ধরণ- পয়ার।  
ছ) কবিতায় অলঙ্কার প্রয়োগঃ সুন্দর।
জ) অন্ত্যমিল- যথার্থ।
ঝ) ছেদ ও যতির স্পষ্টতা-  উপলব্ধ।  
ঞ) কবিতায় ছন্দ ব্যাকরণের বিভিন্ন দিক প্রকাশিত হয়েছে।
---------------------------------------------------------------------------
৫) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-  
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।  
---------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।