ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-১০, ভাগ-৯৭> – কবিতায় বানান ও ব্যাকরণ  
---ড. সুজিতকুমার বিশ্বাস  
-------------------------------------------------------------------------------
আজকের পাঠ – সমোচ্চারিত শব্দ
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি পি কে বিক্রম মহাশয়কে।          
------------------------------------------------------------------------------
ভিন্নার্থক বা সমোচ্চারিত বা প্রায়সমোচ্চারিত শব্দ
যেসব শব্দের উচ্চারণ প্রায় এক, কিন্তু বানান ও অর্থ ভিন্ন সে সব শব্দকে সমোচ্চারিত শব্দ বলে। অন্যভাবে বলা যায়, উচ্চারণে অভিন্ন এবং অর্থে ভিন্ন যেসব শব্দ বাংলাভাষায় ব্যবহৃত হয় তাকে সমোচ্চারিত শব্দ বলে। লিখতে গেলে আমরা কিছু শব্দের বানান নিয়ে সংশয়ের মধ্যে থাকি। যেসব বানান প্রায় এক, কিন্তু অর্থ আলাদা। এরা বাক্যে বসে বাক্যকে সুন্দর ও অলংকারমণ্ডিত করে থাকে।

সমোচ্চারিত শব্দের প্রকরণ
১. সমধ্বনি: ণ-ন, শ—ষ—স, উ—ঊ ইত্যাদি দ্বারা শব্দ গঠিত হতে পারে। যেমন: শোনা— সোনা।
২. সমরূপ : যার বানান ও উচ্চারণ এক, কিন্তু অর্থ ভিন্ন। যেমন: চাল—চাল, উত্তর—উত্তর, মাথায়—মাথায়।

সমোচ্চারিত শব্দের প্রয়োজনীয়তা
সমোচ্চারিত শব্দ বিভিন্নভাবে বাক্যকে সাহায্য করে থাকে। সমোচ্চারিত শব্দ সঠিক বাক্য ও বাক্যের সঠিক অর্থ রক্ষা করা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয়তা রক্ষা করে। দেশিয় ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতার বক্তব্য আকর্ষণীয় করতে, বাক্যকে অলংকারমণ্ডিত করতে, অর্থের বিপর্যয় থেকে বাক্যকে রক্ষা করতে, বাক্যের ভাব— অর্থ রক্ষা করতে, ভুল বানান থেকে রক্ষা করে এবং বাক্যে যমক অলংকার ব্যবহার করতে সাহায্য করে।

কতিপয় শব্দের নমুনা
সমোচ্চারিত শব্দ ও অর্থ      
১) অন্ন   (ভাত)   / অন্য (অপর)        
২) অনু   (পশ্চাৎ)        / অণু   (ক্ষুদ্রতম অংশ)    
৩) অনিষ্ট (ক্ষতি)      / অনিষ্ঠ (নিষ্ঠাহীন)      
৪) অংশ (ভাগ)  /      অংস (কাঁধ)      
৫) অর্ঘ   (মূল্য) /       অর্ঘ্য (পূজার উপকরণ)  
৬) অশ্ব   (ঘোড়া)   / অশ্ম (পাথর)        
৭) অশক্ত (দুর্বল)    / অসক্ত (আসক্তিহীন)    
৮) অনিল (বাতাস)   / অনীল (যা নীল নয়)  
৯) অভ্যাস  (বারবার চেষ্টা) / অভ্যাশ      (নিকট)  
১০) অবধ্য (বধের অযোগ্য)   / অবোধ্য (যা বোঝা যায় না)
১১) অপরিণত (যা পরিণত হয়নি) / অপরিণীত (অবিবাহিত)  
১২) অন্ত   (শেষ)   /   অন্ত্য (যা অন্তে আছে)  
১৩) অন্যন্য  (অপরাপর) / অন্যোন্য (পরস্পর)      
১৪) অন্নপুষ্ট (ভোজনপুষ্ট) /    অন্যপুষ্ট (কোকিল)      
১৫) অবদান (সৎকর্ম)  / অবধান (মনোযোগ)      
১৬) অবিরাম (অনবরত)     / অভিরাম (সুন্দর)        
১৭) অপচয়      (ক্ষতি)   / অবচয়      (চয়ন)    
১৮) অবিনীত (উদ্ধত)  / অভিনীত (অভিনয় করা হয়েছে)
১৯) অজগর (সাপ)    / অজাগর (নিদ্রা)  
২০) অপগত (দূরীভূত)  / অবগত (জানা)  
২১) আদি (মূল)    / আধি (মনঃকষ্ট)  
২২) আশা (ভরসা)   / আসা (আগমন)  
২৩) আবাস      (বাসস্থান)   / আভাস (ইঙ্গিত)  
২৪) আবরণ (আচ্ছাদন) / আভরণ (অলংকার)
২৫) আপন (নিজ)    / আপন (দোকান)  
২৬) আষাঢ় (মাস বিশেষ)/ আসার      (প্রবল বৃষ্টিপাত)
২৭) উপাদান (উপকরণ) / উপাধান (বালিশ)  
২৮) ওষধি (যে গাছ একবার ফল দিয়ে মারা যায়)/ ওষধি (ভেষজ উদ্ভিদ)
২৯) কূল   (তট)   / কুল   (বংশ)    
৩০) কাক  (পাখি বিশেষ) / কাঁখ (কোমর)    
৩১) কালি (লেখার রং)   / কালী (সনাতন ধর্মের দেবী)
৩২) ক্রীত (কেনা হয়েছে যা)   / কৃত   (করা হয়েছে যা)  
৩৩) কপাল  (ললাট)       / কপোল      (গণ্ডদেশ)  
৩৪) খাট   (পালঙ্ক)     / খাটো (বেঁটে)    
৩৫) খুর   (পশুর পায়ের তলদেশ) / ক্ষুর   (চুল দাড়ি কামাবার অস্ত্রবিশেষ)
৩৬) গা    (শরীর)      / গাঁ    (গ্রাম)        
৩৭) গাদা (রাশি, স্তুপ) /   গাধা (গর্ধভ)        
৩৮) গোকুল      (বৃন্দাবন)   / গোকুল      (গরুজাতি)
৩৯) ঘোড়া (অশ্ব)   / ঘোরা (বিচরণ)      
৪০) চাখড়ি (খড়িমাটি)    / চাকরি (বেতনের বিনিময়ে কাজ)
৪১) চাল   (ঘরের চালা)    / চাল   (চাউল)    
৪২) চির   (দীর্ঘকাল)    / চীর   (ছেঁড়া কাপড়)  
৪৩) ছার   (অধম)      / ছাড় (অনুমতি)        
৪৪) ছাদ   (আচ্ছাদন)    / ছাঁদ   (আকৃতি, গঠন)  
৪৫) জল   (পানি)    / জ্বল   (দীপ্তি)        
৪৬) জাম (ফলবিশেষ)    / যাম   (অংশ)    
৪৭) জিব (জিহ্বা)     / জীব (প্রাণী)      
৪৮) জ্যোতি (আলো)     / যতি (ছেদ)      
৪৯) টিকা (রোগের প্রতিষেধক) / টীকা (ব্যাখ্যা)        
৫০) টেকা (সয়ে থাকা)    / টেক্কা (প্রতিযোগিতা)    
৫১) ঠক   (ধ্বনিবিশেষ)    / ঠক   (প্রতারক)      
৫২) ডোল (ভাণ্ড)    / ঢোল (বাদ্যযন্ত্র)    
৫৩) ডাল (শাখা)    / ডাল (খাদ্যবিশেষ)    
৫৪) ঢাল   (আঘাত প্রতিরোধ করার অস্ত্র)/ ঢাল   (ঢালু জমিবিশেষ)  
৫৫) দিন   (দিবস)     / দীন   (দরিদ্র)  
৫৬) দেশ   (ভূখণ্ড)     / দ্বেষ   (হিংসা)    
৫৭) দীপ   (আলো)    / দ্বীপ   (জলবেষ্টিত স্থলভাগ)
৫৮) ধনী   (বিত্তশালী)     / ধ্বনি (আওয়াজ)  
৫৯) ধরা   (পৃথিবী)   / ধড়া (কটি বস্ত্র)  
৬০) ধাতৃ (বিধাতা)    / ধাত্রী (দাই)    
৬১) নীর   (পানি)    / নীড় (পাখির বাসা)  
৬২) নিতি (রোজ)   / নীতি (নিয়ম)    
৬৩) নিত্য (প্রতিদিন)  / নৃত্য (নাচ)  
৬৪) নিরাশ (আশাহীন)    / নিরাস (প্রত্যাখ্যান)  
৬৫) নিরস্ত্র (অস্ত্রহীন) / নিরস্ত (ক্ষান্ত)  
৬৬) প্রদান (দেওয়া)  / প্রধান (বড়, শ্রেষ্ঠ)
৬৭) পরা   (পরিধান)    /    পড়া (পাঠ করা)    
৬৮) পান   (পাতা বিশেষ)   / পান   (পান করা)    
৬৯) প্রসাদ (অনুগ্রহ)   / প্রাসাদ (বড় দালান)
৭০) পালক (পাখির ডানার অংশ) / পলক  (মুহূর্ত, অল্প সময়)  
৭১) পরভৃত      (কোকিল)  /  পরভৃৎ      (কাক)  
৭২) ফি   (প্রত্যেক)     / ফি   (বেতন)    
৭৩) বর্ষা   (ঋতুবিশেষ)   / বর্শা   (অস্ত্রবিশেষ)    
৭৪) বান   (বন্যা)    / বাণ   (শর)    
৭৫) বল   (শক্তি)     / বল   (খেলার বল)    
৭৬) বিনা (ব্যতীত)     / বীণা (বাদ্যযন্ত্র)  
৭৭) বিষ   (গরল)    / বিশ   (কুড়ি)    
৭৮) ভাষণ (উক্তি, কথন, বক্তব্য) / ভাসন (দীপ্তি)    
৭৯) ভারা (স্তূপাকার)  / ভাড়া (মাশুল)  
৮০) মন   (অন্তর, হৃদয়)   / মণ   (চল্লিশ সের)  
৮১) মাস   (ত্রিশ দিন)   / মাষ   (কলাই)    
৮২) মুখ   (বদন)    / মুক   (বোবা)  
৮৩) মরা   (মৃত)    / মড়া (শবদেহ)  
৮৪) মূর্খ   (জ্ঞানহীন)   / মুখ্য   (প্রধান)    
৮৫)মোড়ক      (আচ্ছাদন)  / মড়ক (মহামারি)    
৮৬) যোগ্য (উপযুক্ত)      / যজ্ঞ   (যাগ, উৎসব)    
৮৭) রচক (রচয়িতা)     / রোচক (উপভোগ্য)  
৮৮) রাধা (রাধিকা)    / রাঁধা (রন্ধন করা)    
৮৯) লক্ষ   (সংখ্যা বিশেষ)      /লক্ষ্য (দৃষ্টি, উদ্দেশ্য, গন্তব্যস্থল)
৯০) লব্ধ   (লাভ করা)   / লুব্ধ   (আকৃষ্ট)      
৯১) লক্ষণ (চিহ্ন)      / লক্ষ্মণ (রামের ভাই)    
৯২) শক্ত   (কঠিন)        / সক্ত   (আসক্ত)    
৯৩) শয্যা (বিছানা)  / সজ্জা (সাজ)  
৯৪) শীত (শীতল)     / সিত (সাদা)  
৯৫) শব   (মৃতদেহ)   / সব   (সকল)      
৯৬) শিকার      (মৃগয়া)     / স্বীকার      (মেনে নেওয়া)    
৯৭) সর্গ   (অধ্যায়)    / স্বর্গ   (বেহেশত)    
৯৮) সহিত (সঙ্গে)       / স্ব—হিত (নিজ কল্যাণ)  
৯৯) সাড়া (সংকেত)    / সারা (সমাপ্ত)  
১০০) সাক্ষর (শিক্ষিত, অবদান) / স্বাক্ষর (নামসই)    
১০১) হুতি (হোম)     / হূতি   (আহবান)    
১০২) হাড়   (অস্তি)  / হার   (পরাজয়)  
১০৩) হাঁস   (হংস)   / হাস   (হাসি)    

**সংযোজিত হবে।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) বাংলা কবিতার আসর
                    ২) ইন্টারনেট।
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।