ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৯, ভাগ-৮৪> – কবিতার বিষয়শ্রেণি
---ড. সুজিতকুমার বিশ্বাস
-------------------------------------------------------------------------------
আজকের পাঠ – জীবনীমূলক কবিতা
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি ফারহানা নাসরিন মহাশয়াকে।
------------------------------------------------------------------------------
জীবনীমূলক কবিতা
জীবনীমূলক কবিতা বলতে আমরা সে গুলিকেই বুঝব, যেখানে কোনো মহান ব্যক্তি সম্পর্কে কবি তার নিজস্ব ভাবনা মিশিয়ে কাব্য রচনা করবেন। এ জাতীয় কবিতা বাংলা সাহিত্যে অসংখ্য লেখা হয়েছে। প্রতি কবি তাদের নিজ মহিমা মিশিয়ে নানান বিশিষ্ট ব্যক্তি বিষয়ে কবিতা বা কাব্য রচনা করেছেন এর নমুনা বাংলা সাহিত্যে প্রচুর। রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে বিভিন্ন সময়ে যে কত কবিতা লেখা হয়েছে তার হিসাব অজানা।
মধ্যযুগের আখ্যান কাব্যের মধ্যে চৈতন্য জীবনীকাব্য গুলির মধ্যে জীবনী সাহিত্যের উৎস সন্ধান করা যেতে পারে বলে কেউ কেউ মনে করেন। বর্তমানে প্রতিনিয়ত এ জাতীয় জীবনীমূলক কবিতা লেখা হচ্ছে। কবি মাইকেল এমন অনেকগুলি কবিতা রচনা করেছেন।
**সংযোজিত হবে।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) সাহিত্য প্রকরণঃ হীরেন চট্টোপাধ্যায়
২) বাংলা কবিতার আসর ও ইন্টারনেট।
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।