ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৮, ভাগ-৭১> – কবিতার নানান ধারা
---ড. সুজিতকুমার বিশ্বাস  
-------------------------------------------------------------------------------
আজকের পাঠ – ওড বা স্তুতি কবিতা
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি নাজমুন নাহার মহাশয়কে।          
------------------------------------------------------------------------------
ওড হল স্তোত্র বা প্রশংসামূলক গান। এই প্রশংসা কোনো দেব-দেবীর উদ্দেশে হতে পারে আবার কোনো ব্যক্তি বা জাতিকেও হতে পারে অথবা প্রকৃতির কোনো বিষয়েও হতে পারে । ওড  জাতীয় প্রথম গান  রচিত হয় গ্রীসে । গ্রীসে পিন্ডার প্রথম ওড  রচনা করেন ধর্মীয় অনুষ্ঠানে দেবতাদের তুষ্ট করার উদ্দেশ্যে।
‘ওড’ বা স্তোত্র গ্রিক সাহিত্য থেকে উদ্ভূত। প্রাচীনকালে গ্রিসে রঙ্গমঞ্চে কোরাসে বিভিন্ন সুরে নানা অঙ্গভঙ্গি দ্বারা সঙ্গীত ও নাচের মাধ্যমে যে গান গাওয়া হত তাকে ‘ওড’ বলা হত। ‘ওড’ একক বা সমবেত কণ্ঠে গাওয়া চলত। বর্তমানকালে প্রশস্তিমূলক গীতিকবিতায় কোনো গম্ভীর বিষয়বস্তু বা উপাদানের মাধ্যমে কবির মনের অনুভূতির ভাবমূর্তির প্রকাশ স্তোত্র কবিতা নামে আখ্যায়িত করা হয়।

ইংরজি সাহিত্যে যারা ওড রচনা করেছেন তাদের মধ্যে জন মিলটন অন্যতম।
বাংলাতেও অনেক ওড লেখা হয়েছে।

**সংযোজিত হবে।
***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) সাহিত্যের রূপ ও রীতি ও অন্যান্য প্রসঙ্গ– কুন্তল চট্টোপাধ্যায়
                       ২) সাহিতয প্রকরণ – হীরেণ চট্টোপাধ্যায়
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।