ছন্দ ও কবিতার পাঠ –<পর্ব-৭, ভাগ-৬৬> – কবিতার নানা রূপ (বিদেশি ছন্দবন্ধ)
---ড. সুজিতকুমার বিশ্বাস  
-------------------------------------------------------------------------------
আজকের পাঠ – ক্লেরিহিউ
------------------------------------------------------------------------------
আজকের পাঠ উৎসর্গ করা হল - আসরের প্রিয়কবি উত্তম চক্রবর্তী মহাশয়কে।              
------------------------------------------------------------------------------
ক্লেরিহিউ (clerihew) : ইংরেজি সাহিত্যের বিশেষ এক কাব্য ফর্মের নাম। যা রূপ-রস কিংবা স্বাদ-গন্ধের বিশিষ্টতা অপরাপর কবিতা থেকে নিজেকে আলাদা আদলে পরিচিতি করতে সক্ষম হয়েছে।  ক্লেরিহিউ সম্পর্কে অক্সফোর্ড এডভান্স লার্নারস ডিকশনারিতে বলা হয়েছে "a short amusing poem, usually consisting of two pairs of rhyming lines, and referring to a famous person." ক্লেরিহিউ হল চার লাইনের অণুকবিতা, যার মূল বিষয় হবে জীবনকথা। যেমন ধরুন,
"Sir Christopher Wren
Said, "I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's."
১৯৬০ সালে উদ্ভাবক বেন্টলি "ক্লেরিহিউ" সম্পর্কে একটি চিঠিতে লিখেছিলেন- A true clerihew has to have the name "at the end of the first line", as the whole point was the skill in rhyming awkward names."
উদ্ভাবক এডমান্ড ক্লেরিহিউ বেন্টলি-র নাম থেকেই এই অণুকবিতার নামকরণ। এ ধরনের চার লাইনের কৌতুকী কবিতা নিয়েই বেন্টলির প্রথম বই: 'বায়োগ্রাফি ফর বিগিনার্স'।
উল্লিখিত বক্তব্যের উপর ভিত্তি করে ক্লেরিহিউর কিছু বৈশিষ্ট্য নিম্নে উদ্ধত হলো-
১) ক্লেরিহিউ অন্ত্যমিল যুক্ত ৪ লাইনের একটি মজাদার ছড়া কবিতা।
২) এর ১ম ও ২য় লাইনের মিল 'ক ক' এবং ৩য় ও ৪র্থ চরণের মিল 'খ খ'।
৩) ১ম পংক্তির শেষে কোনো একজন ব্যক্তির নাম। এবং ২য়,৩য় ও ৪র্থ চরণে মজার স্বরে ওই ব্যক্তির স্বভাব-চরিত্রের কোনো কোনো অংশের উল্লেখ থাকে।
৪) পংক্তিগুলোর দৈর্ঘ্য ও মাত্রার অসমতা থাকবে।
৫) প্রয়োজনে অনুপ্রাসের ব্যবহার করা যাবে।

একটি ক্লেরিহিউ--
"রবীন্দ্র নাথ ঠাকুর
এবার যাচ্ছেন পাকুড়।
চায়না কিম্বা পেরু না
সেইখানেই তো করুণা।"
---অন্নদাশঙ্কর

***আজ এই পর্যন্ত। তবে চলবে।
------------------------------------------------------------------------------
সূত্র/ ঋণস্বীকার- ১) উইকিপিডিয়া।
                    ২) ছন্দ – ড অমরেন্দ্র গণাই
                    ৩)  ফেসবূক
----------------------------------------------------------------------------
আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।